রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে সমাজের সকল স্তরের মানুষের জন্য ভাবেন আর কাজ করে চলেছেন তাতে বিজেপিশাসিত রাজ্যগুলোরও দেখে শেখা উচিত। বিজেপিকে এভাবে একহাত নিলেন তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকার। চাবাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে গিয়ে এদিন বিজেপি এবং বামফ্রন্টকে তুলোধনা করেন। তিনি জানান, ২০১১ সালের পর চা শ্রমিকদের দৈনিক মজুরি ছিল মাত্র ৬৭ টাকা। রাজ্য সরকারের কাছে এই কথা পৌঁছানো মাত্র তৎকালীন শ্রমমন্ত্রী, মূখ্যমন্ত্রী, শ্রমিক নেতৃবৃন্দ সকলকে নিয়ে বৈঠক করে একবারে ১৭৬ টাকা মজুরি বৃদ্ধি করা হয়। পরবর্তীকালে আবার চা শ্রমিকরা দাবী করেছিলেন আরেক দফায় মজুরী বৃদ্ধি। তাদের সেই আবেদনে সারা দিয়ে গত ২০ তারিখ রাজ্যের শ্রমমন্ত্রী, শ্রমিক নেত্রীবৃন্দ, চা বাগানের কর্মচারী, সংসদের প্রতিনিধিরা যৌথ সভায় ঐক্যবদ্ধভাবে ও সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয় ৩১/১২/২০২০ র যে সিদ্ধান্ত ছিল তা রিভিউ করে ১৫ শতাংশ আরও শ্রমিকের মাইনে বৃদ্ধি করা ও ২০২১এর ১ জানুয়ারী থেকে তা কার্যকরি করা। বর্তমানে চা শ্রমিকদের দৈনিক মজুরী ২০২ টাকা।
তার অভিযোগ, বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে উত্তরবঙ্গের মানুষদের ভুল বুঝিয়ে গত লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিল। তারা ৭ টি চা বাগনকে অধিগ্রহণ করার কথা বলেছিল। কিন্তু আজও তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেন নি৷ তার দাবি চা বাগান ও শ্রমিকদের জন্য যে উন্নয়ন মূখ্যমন্ত্রী করেছেন সের্টা পার্শবর্তী রাজ্য আসাম সহ অন্যান্য রাজ্যেগুলিতেও কার্যকরী করা হোক।