আজ থেকে এক সপ্তাহের জন্য ফের গুয়াহাটিতে লকডাউন জারি করল রাজ্য সরকার। আগামী ১৯ জুলাই পর্যন্ত চলবে এই লকডাউন। তবে এই লকডাউনের ক্ষেত্রে কিছু ছাড় প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে। এর মধ্যে অত্যাবশ্যকীয় সামগ্রীর জন্য গালামাল দোকান, বেকারি খোলা রাখা হয়েছে। আজ থেকে শুক্রবার পর্যন্ত পাঁচ দিনের জন্য গালামাল এবং মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত চার দিনের জন্য বেকারি কিছু নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকবে। সকাল ৮ থেকে ২ টা পর্যন্ত ব্যবসায়ীরা ফেরি করে সবজি বিক্রি করতে পারবেন। তবে সবজি বিক্রি করার ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, লকডাউনের সুযোগ উঠিয়ে বেশির ভাগ ব্যবসায়িরা বেশি দামে সবজি বিক্রি করছেন। বাজার বন্ধ থাকায় জনগণকে তাদের কাছ থেকে বাধ্য হয়ে বেশি দামেই সবজি কিনতে হচ্ছে। তবে হোটেল, রেষ্টুরেন্ট , উদ্যোগ এসব বন্ধ রাখা হয়েছে। এমনকি মন্দির, মসজিদ সব ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান এই লকডাউনে বন্ধ থাকবে। তবে ঘরে ঘরে ঘরুয়া সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। এছাড়া সব ধরনের জরুরিকালিন সেবা অব্যাহত রাখা হয়েছে। বিনা কারণে লোকেরা বাড়ির থেকে বের হওয়া ও প্রাইভেট বাহন নিয়ে রাজপথে যাতায়াতের উপর পুলিশ কড়া নজর দিচ্ছে। আর জরুরিকালিন ছাড়া রাস্তায় গাড়ি নিয়ে বের পুলিশ চালান কেটে জরিমানা নিয়ে এরপর গাড়ি ছাড়ছে।