দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধানের পর এবার চোখের আলোর প্রকল্পের সূচনা হল জলপাইগুড়িতে।সোমবার পুরসভার উদ্যোগে লাবন্য মাতৃসদনে এই প্রকল্পের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল ও পুরবোর্ডের অন্যতম সদস্য সৈকত চ্যাটার্জি।
বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের মাধ্যমে শতাধিক মানুষের চোখের পরীক্ষা করা হয় এদিন।জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল ও পুরবোর্ডের অন্যতম সদস্য সৈকত চ্যাটার্জি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের মধ্যে চোখের আলো প্রকল্পও একটি। যাদের চোখের সমস্যা রয়েছে এই প্রকল্পের মাধ্যমে তারা বিনামূল্যে চোখের চিকিৎসা করার সুবিধে পাচ্ছেন। পাশাপাশি চোখের ছানি অপারেশন থেকে শুরু করে বিনামূল্যে চশমাও দেওয়া হচ্ছে সকলকে। আগামী বুধবার থেকে জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলেও চোখের আলো প্রকল্পের চিকিৎসা করানো যাবে বলে তারা জানান।