ইতিহাস গড়ল ভারতীয় রেল। ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রন্ট করিডোরের রেবাড়ি-মদার সেকশন দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈদ্যুতিক ট্র্যাকশনে চলা Double Stack Long Haul কন্টেইনার ট্রেনকে সবুজ সঙ্কেত দিলেন প্রধানমন্ত্রী। বিশ্বে প্রথম এই ট্রেন চলল ভারতে। মোট দেড় কিমি দীর্ঘ এই ট্রেন।
এই ট্রেনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন,রেলের উন্নয়ন দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। ওয়েস্টার্ন ফ্রন্ট করিডোরর ফলে দেশের উন্নয়ন হবে। কৃষি কাজ আর শিল্পকে আরও অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে এই করিডোরের ফলে।