কালিমপঙয়ে বর্ষবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত দুই মহিলার পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব এবং জিটিএ প্রশাসক অনিত থাপা। দেখা করার পাশাপাশি দুলক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেন। সেই সঙ্গে আহতদের খোঁজখবরও নেন বলে জানা গেছে। উল্লেখ্য রবিবার রাতে বর্ষবরণ উপলক্ষে কালিম্পঙের মেলা গ্রাউন্ডে মিউজিকাল অনুষ্ঠানে ভিড়ের চাপে দুই যুবতী মারা যান এবং কমপক্ষে দশ জনের মতো আহত হয়।গৌতম দেব জানিয়েছেন, ঘটনাটি খুবই দুঃখজনক।এরকম হওয়ার কথা ছিল না । কেন হলো তা খতিয়ে দেখছে প্রশাসন। জানা গেছে, কেন এভাবে ঘটনাটি ঘটল সেই বিষয়ে জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবেন পর্যটনমন্ত্রী। এদিন সকালে ওই পরিবারের সঙ্গে দেখা করে সমস্ত রকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মন্ত্রী এবং অনিত থাপা।