দেশের সঙ্গে সঙ্গে রাজ্যের মায়ে মহিলারা যে সুরক্ষিত নয়। এটা শাসক বিরোধী সব রাজনৈতিক দলগুলির অস্বীকার করবার উপায় নেই। সমাজে মেয়ের স্বাধীনতা এবং আত্মসম্মান রক্ষার্থে এবার সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শিলিগুড়ি শাখা শহরজুড়ে মিশনসাহসী কর্মসূচি শুরু করল। জানা গেছে স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, এবং বাইরে যাদের বেরোতে হয় এমন মহিলা এবং মেয়েদের এই মিশন সাহসী কর্মসূচির মাধ্যমে আত্মরক্ষার পাঠ দেবে তারা । এদিন এবিভিপির নগর ইউনিট ১ শিলিগুড়ির কুমোরটুলী এলাকায় এই কর্মসূচি করে বলে জানিয়েছে এই গেরুয়া ছাত্র সংগঠনের সদস্যরা।
শহরজুড়ে মিশনসাহসী কর্মসূচি এবিভিপির
