নতুন বছরে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে পুরোনো নিয়মে ফের ফিরতে চলেছে কলকাতা মেট্রো। আবার পুরোনো সময়ই চলবে মেট্রো। ই পাসের ক্ষেত্রেও বদলাচ্ছে নিয়ম। অফিসটাইম বাদে অন্য সময় লাগবে না ই-পাস। করোনা আবহে বর্তমানে একাধিক নিয়ম মেনে চলছে মেট্রো। তবে, টোকন ব্যবহার হবে না যাত্রীদের স্মার্ট কার্ডের মাধ্যমে যাতায়াত করতে হবে। করোনা আবহে অবশ্যই যাত্রীদের মাস্ক পরে যাতায়াত করতে হবে।
চলতি বছর মেট্রো চলবে পুরোনো সময়ে
