নবম আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্স অনুষ্ঠিত হতে চলেছে উত্তরবঙ্গে, থাকছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

আসন্ন নবম ইন্টারন্যাশনাল সানতাল কনফারেন্স উপলক্ষে বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিলের সদস্যরা। উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি চুনিয়া মুরমু, প্রেসিডেন্ট নরেশ কুমার মুর্মুসহ অন্যান্য সদস্যরা।

সাংবাদিকদের উদ্দেশ্যে চুনিয়া মুরমু জানান, এবারের কনফারেন্স অনুষ্ঠিত হতে চলেছে উত্তরবঙ্গের বিধাননগরের সন্তোষিনী হাই স্কুল মাঠে, আগামী ২৪ ও ২৫ এপ্রিল। এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ২৪ এপ্রিল উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে সাঁওতাল সমাজের ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা ও সামাজিক উন্নয়ন বিষয়ক নানা আলোচনা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।