বর্ষবরণের রাতে বাজানো যাবে না ডিজে, পোড়ানো যাবে না শব্দবাজি

বর্ষবরণের রাতে বাজানো যাবে না ডিজে, পোড়ানো যাবে না শব্দবাজি। এমনই সতর্কবার্তা জারি করল পুলিশ প্রশাসন। এছাড়াও মধ্যরাতে মদ্যপদের রুখতে রাস্তায় মোতায়েন থাকবে পুলিশ। গভীর রাতে মদ্যপদের রাস্তায় উচ্ছৃঙ্খল অবস্থায় দেখলেই আটক করা হবে। রাতে 11 টা থেকে ইংরেজবাজার থানার পুলিশ এর 9টি গাড়ি শহরের বিভিন্ন প্রান্তে টহল দেবে থাকবে র্্যাপ পুলিশ ও।বুধবার এই বিষয়ে ইংরেজবাজার থানা আইসি মদন মোহন রায় থানার সমস্ত আধিকারিকদের সাথে তাদের সাথে জরুরি বৈঠক করেন।

পাশাপাশি তিনি জানান বর্ষবরণ রাতে শহরে কোন জায়গায় ডিজে ,বক্স ,বাজাতে শোনা গেল সে সমস্ত বক্স ডিজে কে সিজ করা হবে ।পাশাপাশি মদ্যপ অবস্থায় চলাফেরা করলে তাদের বিরুদ্ধে কড়া আইন পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ।যদি কেউ আইন মেনে শৃঙ্খলা মেনে বর্ষবরণ উৎসব করে তাদের পাশে আমরা থাকবো তবে কেউ যদি শৃঙ্খলা না মেনে নিয়মের বাইরে গিয়ে বিরুদ্ধে আমরা করা হাতে আইনি পদক্ষেপ নিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *