কতটা প্রভাবশালী হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ লাগাতার চাপের মুখে পড়ে শেষমেশ ইস্তফা দিয়েছিলেন। কিন্তু এর কয়েক ঘণ্টা পরেই তাঁকে নিয়োগ করা হয় ন্যাশানাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ হিসেবে।

সন্দীপকে লম্বা ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন, ‘কীভাবে একজন পদত্যাগ করার পর ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে ফিরিয়ে আনা হল? আপনি কি এত ক্ষমতাবান লোক? কোনও ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়’।

উল্লেখ্য, সন্দীপকে এর আগেও আরজি কর থেকে দু’বার অপসারণ করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর। কিন্তু তা সত্ত্বেও তিনি সেখানে ফিরে গিয়েছেন। আরেকবার মুর্শিদাবাদে বদলি হলেও কয়েক মাসের মধ্যে ফের আরজি করে ফিরে আসেন তিনি। আরজি কর কাণ্ডের পর থেকেই শিরোনামে রয়েছেন সন্দীপ।