31 নম্বর জাতীয় সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সংলগ্ন শোবার ঘরে উল্টে পড়ল একটি ট্রাক শিশু সহ আহত ঐ পরিবারের ২ জন

চোপড়ার রাঙ্গাগজে 31 নম্বর জাতীয় সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়ক সংলগ্ন শোবার ঘরে উল্টে পড়লে শিশু সহ আহত ঐ পরিবারের ২ জন সদস্য। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় এদিন ভোর পাঁচটা নাগাদ শিলিগুড়ির গামি মাছ বোঝাই একটি ট্রাক চোপড়ার রাঙাগজ এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়ির শোবার ঘরের উপর গিয়ে উল্টে যায়। এই ঘটনায় ঐ ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা মানুষেরা প্রচন্ড আওয়াজে কেঁপে উঠে। কিছু বুঝে ওঠার আগেই ঘরের সমস্ত কিছু ভেঙে গিয়ে তারা ঘরের মধ্যে চাপা পড়ে যায়। এবং রাস্তার পাশে থাকা ইলেকট্রিক পিলার ভেঙে পড়ে যায় ঘরের পাশে। যদিও ঐ ইলেকট্রিক তার থেকে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে নি। স্থানীয়দের তৎপরতায় তাদের কোনো প্রকারে বাইরে বের করে আনা হয়। ঘরের আসবাবপত্র সহ অন্যান্য জিনিসপত্র ভেঙে চুরমার হয়ে যায়। এই ঘটনায় ঐ পরিবারের এক শিশু সহ ২ জন আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য চোপড়া দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দূর্ঘটনা গ্রস্ত ঐ পরিবারের সদস্যা ঝূমা সরকার বলেন ভোর পাঁচটা নাগাদ প্রচন্ড আওয়াজে ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখি আমার দেওরের শোবার ঘরের উপর ট্রাক উল্টে পড়ে আছে। আমরা চিৎকার চেঁচামেচি করায় আসে পাশের লোকজন এসে তাদের ঘরের মধ্যে থেকে অনেক কষ্টে বের করে। আমার ভাস্তি এবং দেওরের আঘাত লেগেছে। ঘটনার কথা জানতে পেরে তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছায় চাপড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *