চতুর্থতম বর্ষে পদার্পণে ২১ ফুটের জগদ্ধাত্রীর মূর্তি শিলিগুড়িতে

শিলিগুড়ি : প্রত্যেকবারের মতো এবারও শিলিগুড়ির কলেজপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির পরিচালনায় হতে চলেছে জগদ্ধাত্রী পুজো। এবার তাদের এই পুজো চতুর্থ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সে কথায় জানালেন উদ্যোক্তারা।

এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জগদ্ধাত্রী পূজা কমিটির চেয়ারম্যান মদন ভট্টাচার্য, পুজো কমিটির সম্পাদক সৌরভ ভাস্কর সহ অন্যান্যরা। মূলত এবার এই পূজো চতুর্থ তম বর্ষে পদার্পণ করছে। আগামীকাল এই পুজোর এবারের শুভ উদ্বোধন করবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, এছাড়াও উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যক্তিত্বরা।

এদিন সাংবাদিক বৈঠকে উদ্যোক্তারা জানান এই পুজো বরাবরের মতো এবারও বেশ বড় আকারে করা হচ্ছে। মূলত বিশেষ আকর্ষণ রূপে থাকতে চন্দননগরের ২১ ফুটের জগদ্ধাত্রী প্রতিমা, এছাড়াও থাকতে চলেছে, ৫১ পীঠের আদলে মন্ডপ সজ্জা। এছাড়াও আলোকসজ্জা থাকছে চন্দননগরের। পাশাপাশি থাকছে বিশিষ্ট শিল্পীদের দ্বারা ধামসা মাদল প্রদর্শন। পাশাপাশি পুজো চলাকালীন থাকতে চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক উদ্যোগ এবং সকলের জন্য থাকছে বিশেষ ভোগের আয়োজন।