08
Dec
টয়োটা কির্লোস্কর মোটর(টিকেএম) আজ তার ৫৮ তম লঞ্চের কথা ঘোষণা করল। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএসডিসি), অটোমোটিভ স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এএসডিসি) এর সহায়তায় কলকাতার দ্য জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটে কলকাতা টয়োটা টেকনিক্যাল এডুকেশন প্রোগ্রামের মাধ্যমে গ্রামীণ দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানে সহযোগিতা করে টিকেএম। এই উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্য হল টিএম – এর অনন্য প্রশিক্ষণ উদ্যোগ যেমন টয়োটা টেকনিক্যাল এডুকেশন প্রোগ্রামের(টি - টিইপি) মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থানকে শক্তিশালী করা। অটোমোবাইল শিল্পের জন্য প্রতিভাবান এবং প্রযুক্তিগতভাবে দক্ষ পেশাদার তৈরির লক্ষ্যে টি – টিইপি ভারতের "স্কিল ইন্ডিয়া" মিশনে বিশেষ ভূমিকা পালন করছে। বর্তমানে টি – টিইপি -এর সাথে ২২ টি রাজ্যের টিকেএম-এর ৫৮টি আইটিআই/পলিটেকনিক ইনস্টিটিউট…