14
Jan
সীমান্তে আগ্রাসী চিন ও পাকিস্তানকে নজরে রেখে নয়া পদক্ষেপ মোদি সরকারের। ক্যাবিনেট হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড থেকে ভারতীয় বিমানবাহিনীর জন্য ৮৩টি তেজস যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে সুরক্ষা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তথ্য জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। আগামী তিন বছরের মধ্যে এই তেজস বিমানের জোগান দেওয়া শুরু হবে।