03
May
দেশজুড়ে ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। গোটা দেশ এখন করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত। মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দেশ। প্রতিদিন দেশের বিভিন্ন রাজ্যে বহু মানুষ শুধুমাত্র অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন।এবার এই বিপর্যয়ের সঙ্কটের মধ্যে ভারতকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছে বন্ধুদেশ জাপান। ভারতকে ৩০০ টি অক্সিজেন জেনারেটর এবং ৩০০ টি ভেন্টিলেটর দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জাপান। উল্লেখ্য, ভারতের সঙ্গে জাপানের সম্পর্ক অত্যন্ত ভাল। তাই বন্ধুর বিপদে জাপান যে তার পাশে দাঁড়াবে, সেটাই তো স্বাভাবিক।