04
May
ওয়াই ওয়াই নুডলসের নির্মাতা সিজি ফুডস ভারতে তাদের প্রথম কারখানাটি স্থাপন করেছিল সিকিমের রংপোতে। ‘মেড ইন সিকিম, সার্ভড ইন ইন্ডিয়া’ নীতির ভিত্তিতে পরিচালিত সিজি ফুডসের সিকিমের কারখানাটি হল ভারতের একমাত্র ওয়াই ওয়াই তৈরির কারখানা, যেখানে সর্বাধিক সংখ্যক মহিলা কর্মী কাজ করেন। ওই মহিলাদের প্রায় ৫০ ভাগ নিকটবর্তী শহর ও গ্রামের বাসিন্দা। এথেকে সিজি ফুডস ও তাদের মূল কোম্পানি সিজি কর্প গ্লোবালের গৃহিত নীতি ‘বিজনেস উইথ আ পারপাস’ স্পষ্ট হয়ে ওঠে। সিজি কর্প গ্লোবালের এফএমসিজি শাখা সিজি ফুডস ভারতের নুডলস মার্কেটে প্রবেশ করেছিল ইনস্ট্যান্ট নুডল ব্র্যান্ড ওয়াই ওয়াই-কে সঙ্গে নিয়ে। প্রথমে আমদানিকৃত পণ্য থাকলেও ২০০৬ সালে কোম্পানির প্রথম কারখানা স্থাপিত হয়…