Month: May 2021

প্যাথলজি ল্যাবে আগুন লেগে যায়, কোনও হতাহত হয়নি

প্যাথলজি ল্যাবে আগুন লেগে যায়, কোনও হতাহত হয়নি

সোমবার সকালে দক্ষিণ দিল্লীর এক প্যাথলজি ল্যাবে আগুন লেগে যায় যদিও কোন হতাহতের ঘটনা ঘটেনি এবং তারাতারি আগুন নিয়ন্ত্রনেো নিয়ে আশা হয়েছে। আজ সকাল ১০.৩০ নাগাদ ফায়ার অফিসারদের কাছে গ্রেটার কেইলাশের একটি ল্যাবে আগুন লাগার ঘটনা নিয়ে একটি ফোন আসে। জানা যায় ল্যাবটিতে ১০০০ টির বেশী কোভিড সহ অন্যান্য তেস্ত করা হয়েছিল। ঘটনাস্থলে গ্রেটার কেইলাশের পুলিশ অফিসাররা ছুটে গিয়ে ল্যাবের স্টাফদের ল্যাবথেকে বের হতে সাহায্য করে।
Read More
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে এসে সমস্যায় প্রচুর মানুষ

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে এসে সমস্যায় প্রচুর মানুষ

সারাদেশে চলছে করোনার মতন মহামারী রোগ।আর এই মহামারী রোগ দূর করতেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসা করানোর উদ্যোগ। তবে হাসপাতালে চিকিৎসা করাতে এসে প্রচুর হয়রানির শিকার হতে হচ্ছে সকলকে।চিকিৎসা করাতে এসে প্রচুর মানুষ জানান হাসপাতালে নাকি শুধু মাত্র একশো কুড়ি জনেরই চিকিৎসা করানো হয় সারাদিনে।এ বিষয়টি শোনার পর একরোগী অভিযোগ করেন যে প্রতিদিনের মত এভাবেই এসে ঘুরে যেতে হবে সকলকে। তবে এরকম একটি বড় সমস্যা যাতে আগামী দিনে না হয় তার দিকে তাকিয়েই এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন সুশ্রতনগর ব্যবসায়ী সমিতির সদস্যরা,এ বিষয়টি নিয়ে ব্যবসায়ী সমিতির সেক্রেটারি নবনীল দত্ত বাবু জানান সরকারি পক্ষ থেকে যদি প্রতিটি ক্লাবে…
Read More
ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে লাইনে উৎসাহিত মানুষের ভিড় জলপাইগুড়িতে

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে লাইনে উৎসাহিত মানুষের ভিড় জলপাইগুড়িতে

রবিবার বন্ধ ছিল ভ্যাকসিনের কাজ, একারনে সোমবার জলপাইগুড়িতে ভ্যাকসিন নিতে উপচে পড়লো সাধারণ মানুষ।ভ্যাকসিন নিতে ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেন সাধারণ মানুষ।প্রথম প্রথম করোনা ভ্যাকসিন নিতে অহিনা দেখা গিয়েছিল মানুষের মধ্যে, করোনার দ্বিতীয় ঢেউ এ মৃত্যুর সংখ্যা বেশী, সেই কারনে ভ্যাকসিনের চাহিদাও বেশী।জলপাইগুড়ি সদর হাসপাতাল সংলগ্ন ফার্মাসি কলেজে ভ্যাকসিন সেন্টারে সোমবার ভ্যাকসিন নিতে ভোররাত থেকে লাইনে সাধারণ মানুষএর ভিড়।রবিবার এই ভ্যাকসিন সেন্টার বন্ধ থাকার কারণে আজ সোমবার ভিড় বেশি বলে মনে করা হচ্ছে।অনেক মানুষই দ্বিতীয় ডোজ নেবার জন্য ভোর থেকেই লাইনে দাড়িয়ে ছিলেন।যদিও প্রথম ডোজ আপাতত বন্ধ রয়েছে।কবে দেওয়া হবে তা জেলা স্বাস্থ্য দপ্তর সঠিক বলতে পারছেন না। তাই…
Read More
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল গাজোলের বিজেপি নেতা মাধব চন্দ্র রায়ের

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল গাজোলের বিজেপি নেতা মাধব চন্দ্র রায়ের

বাড়িতে বিয়ের অনুষ্ঠানের মধ্যেই রহস্যজনকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল গাজোলের এক বিজেপি নেতার। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে গাজোল থানার বাবুপুর গ্রাম পঞ্চায়েতের ঝাড়সাবৈল গ্রামে । বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর গুরুতর জখম ওই বিজেপি নেতাকে উদ্ধার করে পরিবারের লোকেরা চিকিৎসার জন্য গাজোল গ্রামীণ হাসপাতালে উদ্ধার করে নিয়ে আসেন। কিন্তু সেখানে চিকিৎসকরা  তার মৃত্যুর কথা জানিয়ে দেন। এই ঘটনায় গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তবে এই ঘটনার পিছনে নিছকই কোন ষড়যন্ত্র রয়েছে কিনা, তা নিয়ে অবশ্য এখনও পরিষ্কার করে কিছু জানাতে পারেনি গাজোল থানার পুলিশ। তবে ওই বিজেপি নেতার রহস্যজনক মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের…
Read More
আইপিএল নিয়ে মুখ খুললেন সৌরভ

আইপিএল নিয়ে মুখ খুললেন সৌরভ

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে আইপিএল আয়োজন থেকে শুরু করে করোনা আবহে ঘরোয়া ক্রিকেট নিয়ে বক্তব্য রাখেন বিসিসিআই সভাপতি, সৌরভ গাঙ্গুলি। সৌরভ বলেন, “বিশ্বের অন্যান্য টুর্নামেন্টেও এক বা একাধিক খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু সেই টুর্নামেন্ট বন্ধ হয়নি। ক্রিকেটাররা করোনা আক্রান্ত না হলে আইপিএলও বন্ধ হত না।” বিদেশি ক্রিকেটারদের মধ্যে অনেকেই নিজের নিজের দেশের উদ্দেশে রওনা হয়েছেন। এই পরিস্থিতিতে চলতি বছরে ভারতে আইপিএল আয়োজন সম্ভব নয়, সেকথা তিনি জানিয়েছেন। জুলাইয়েই শ্রীলঙ্কা সফরে যাবে ভারতীয় দল, সেখানে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত।  ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজও রয়েছে। তার উপর আবার ১৪ দিনের কোয়ারেন্টাইনের মতো একাধিক নিয়মবিধি মানতে হবে। এই…
Read More
শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন বিরোধী দলনেতা

শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন বিরোধী দলনেতা

মুকুল-শুভেন্দুর মধ্যে থেকে বিরোধী দলনেতা নির্বাচনের জল্পনা শেষ করে কলকাতায় বিজেপি-র পরিষদীয় দলের বৈঠকে শুভেন্দু অধিকারীকে রাজ্যের নতুন বিরোধী দলনেতা ঘোষণা করে । কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কলকাতায় আনুষ্ঠানিক ভাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন। দক্ষ সংগঠক হিসেবে শুরু থেকেই বিরোধী দলনেতা পদে নির্বাচিত হওয়ার জন্য় অনেকটাই এগিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে ধারে ও ভারেও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন।  বিধায়ক হিসেবে রাজ্য বিধানসভার দীর্ঘ দিনের সদস্য এবং তৃণমূলের মন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। বৈঠকেও মুকুল রায় শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করলে তাতে বাকি বিধায়করা সম্মতি জানান। বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পর টুইট করে লেখেন, "বিধানসভায় বিরোধী দলনেতা…
Read More
Covid Updates: নিউটাউনের বেসরকারি হাসপাতালে অক্সিজেনের তীব্র সংকট

Covid Updates: নিউটাউনের বেসরকারি হাসপাতালে অক্সিজেনের তীব্র সংকট

নিউটাউনের বেসরকারি হাসপাতালে অক্সিজেনের তীব্র সংকট। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে স্বাস্থ্য দফতরকে এই সমস্যার কথা জানানো হয়েছে। হাসপাতালের তরফে বলা হয়েছে, যে সংস্থা অক্সিজেন সরবরাহ করতো, তারা জানিয়েছে আগের মতো গতিতে অক্সিজেন সরবরাহ সম্ভব নয়। এই মুহূর্তে হাসপাতালে যে পরিমাণ অক্সিজেন রয়েছে তাতে রোগীদের কাছে ১০ ঘন্টা অক্সিজেন সরবরাহ করা সম্ভব। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪৫ জন করোনা রোগী। এদের মধ্যে ভেন্টিলশনে রয়েছেন ৪জন। অক্সিজেনের অভাবে নতুন করে করোনা রোগী ভর্তি করা সম্ভব নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
Read More
মন্ত্রীসভায় মমতা নিজের হাতেই রাখলেন আটটি গুরুত্বপূর্ণ দফতর

মন্ত্রীসভায় মমতা নিজের হাতেই রাখলেন আটটি গুরুত্বপূর্ণ দফতর

বহু দায়িত্বে রদবদলের সঙ্গে গঠিত হল মমতার তৃতীয়বারের মন্ত্রীসভা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় নিজের হাতেই রাখলেন আটটি গুরুত্বপূর্ণ দফতর- স্বরাষ্ট্র ও পাহাড়, কর্মীবর্গ ও প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি রাজস্ব, উদ্বাস্তু ও ত্রাণ এবং তথ্যসংস্কৃতি । এবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরকেও মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন।  রাজ্য বিধানসভার শাসকদলের মুখ্য সচেতক হিসেবে নিয়োগ করা হচ্ছে নির্মল ঘোষকে। সেই সঙ্গে তাপস রায় কে উপ মুখ্য সচেতক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী জানান। মন্ত্রীদের মধ্যে দফতর বন্টনের যে তথ্য সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজে তাঁর হাতে আগে যে দফতরগুলি ছিল সেগুলিকে ধরে রেখেই বাকি দফতর মন্ত্রীদের মধ্যে বন্টন করে দিয়েছেন। মন্ত্রীসভার…
Read More
করোনা মোকাবিলায় ভারতে বিশেষজ্ঞদের একটি দল পাঠাচ্ছে ইজরায়েল

করোনা মোকাবিলায় ভারতে বিশেষজ্ঞদের একটি দল পাঠাচ্ছে ইজরায়েল

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রন মালকা জানিয়েছেন, মহামারী মোকাবিলায় ভারতের পাশে আছে ইজরায়েল। তিনি বলেন, “আমরা ভারতে বিশেষজ্ঞদের একাধিক দল পাঠাচ্ছি। একটি দল র‍্যাপিড টেস্ট করবে। অন্য দল ভারতে সহজ উপায়ে দ্রুত অক্সিজেন কনসেন্ট্রেটর তৈরির চেষ্টা করবে। বৃহৎ পরিমাণে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন করার ক্ষমতা রয়েছে ভারতের। সেই কথা মাথায় রেখেই আমরা কাজ করব। ভারত ও ইজরায়েলের মধ্যে বন্ধুত্ব অত্যন্ত মজবুত।” ইজরায়েলের রাষ্ট্রদূত আরও জানান যে, তারা বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও বন্ধু দেশের মদত করার আহ্বান জানিয়েছেন। মহামারী মোকাবিলায় ওষুধ ও অক্সিজেন জেনারেটর ও রেসপিরেটর পাঠাচ্ছে ইজরায়েল। বিশ্লেষকদের মতে, মোদি জমানায় নয়াদিল্লি ও জেরুজালেমের মধ্যে সম্পর্ক অত্যন্ত…
Read More
সতর্ক বার্তা মুখ্যমন্ত্রীর

সতর্ক বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার শপথ নেওয়ার পর নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সাধারণ মানুষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি করোনা মোকাবিলা নিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড মোকাবিলাতেই এখন সরকারের অগ্রাধিকার। কোভিড যুদ্ধে কেন্দ্রকে যেমন বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা বলেছেন, তেমনই রাজ্যবাসীকেও আর্থিক সাহায্য দানের বিষয়ে আবেদন জানিয়েছেন তিনি। তিনি আবেদন জানান, যাতে মেডিক্যাল কলেজগুলিতে যাতে অক্সিজেন সেন্টার তৈরি করে। পাশাপাশি তাঁর আবেদন, বড় কর্পোরেট সংস্থাগুলো যেন এগিয়ে আসে। তবে তিনি লোকডাউনের ঘোষনা না করে রাজ্যবাসীকে আরও সতর্ক হতে বলেন। পাশাপাশি তিনি ঘোষণা করেন, বেসরকারি হাসপাতালগুলিকে ১ কোটি টিকা দেওয়া হবে। তৎপরতার সঙ্গে করোনা মোকাবিলা করবে রাজ্য সরকার।
Read More