Month: March 2021

রাখির মাকে সাহায্য সলমনের

রাখির মাকে সাহায্য সলমনের

এবার বিগ বস ১৪-র ফাইনালিস্ট রাখি সাওয়ান্তের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সলমন খান। মায়ের চিকিৎসার জন্য রাখি সাওয়ান্তকে সাহায্য করেন সল্লু। রাখির মায়ের চিকিত্সার দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছেন সল্লু। সলমনের আর্থিক সাহায্যের পরই অভিনেত্রীর মায়ের কেমোথেরাপি শুরু হয়। হাসপাতালের বিছানায় শুয়েই এক ভিডিয়ো বার্তায় সলমন খানকে ধন্যবাদ দিলেন রাখির মা, জয়া। মেয়ে বিগ বসের ঘরে থাকাকালীনই অসুস্থ হয়ে পড়েন রাখি সাওয়ান্তের মা। মায়ের অসুস্থতার খবর শুনতে পেয়ে বিজয়ীর নাম ঘোষণার আগেই ১৪ লক্ষ টাকা নিয়ে বেরিয়ে যান ‘বিগ বস’ থেকে।
Read More
এবার ভোটে হেলিকপ্টারে চলবে নজরদারি

এবার ভোটে হেলিকপ্টারে চলবে নজরদারি

এবার বাংলায় শান্তিপূর্ণ ভোট করানোর জন্য বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এবার রাজ্যে ভোট নির্বিঘ্নে হবে আগেই আশ্বস্ত করেছিল নির্বাচন কমিশন। এলাকার শান্তি রক্ষার জন্য নির্বাচন কমিশনের পক্ষে পর্যবেক্ষকের জন্য হেলিকপ্টারের ব্যবহার এবার নতুন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য দুই জন বিশেষ পুলিশ পর্যবেক্ষক পাঠাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। সরাষ্ট্রমন্ত্রকের কাছে হেলিকপ্টারের জন্য আবেদন করা হয়েছে।
Read More
টিকা নিলেন প্রধানমন্ত্রী

টিকা নিলেন প্রধানমন্ত্রী

সোমবারই কোভ্যাক্সিন নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, টিকা নেওয়ার পর একটি টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি সকলকে টিকা নেওয়ার জন্য আবেদন জানান তিনি। টিকা নিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। প্রধানমন্ত্রীর মতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও গ্রহণ করেছেন ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিনই। ১ মার্চ থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফার টিকাকরণ।
Read More
সুখবর করোনায় মৃত্যু নিয়ে

সুখবর করোনায় মৃত্যু নিয়ে

গত বছরের মার্চ থেকে করোনা ভাইরাস থাবা বসিয়েছিল ভারতে। প্রায় ১১ মাস পর করোনায় মৃত্যুহীন দিন পেল পশ্চিমবঙ্গ। করোনা ভাইরাস গত ২৪ ঘণ্টায় প্রাণ কাড়েনি রাজ্যের কারও। এদিন রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯৮ জন। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৭৫ হাজার ১১৮। তবে কলকাতার সংক্রমণ এখনও কিছুটা চিন্তায় রাখছে। এ পর্যন্ত প্রাণ কেড়েছে রাজ্যের মোট ১০ হাজার ২৬৮ জনের। 
Read More
তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা

তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা

পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করার জোরালো সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য তালিকা নিয়ে চলছে জল্পনা। সঙ্গে বাড়ছে উদ্বেগ। একাধিক তারকারা থাকতে পারেন এবারের প্রার্থীর তালিকায়। জল্পনা রয়েছে সদ্য তৃণমূলে যোগ দেওয়া পরিচালক সুদেষ্ণা রায়, পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেতা কাঞ্চন মল্লিককে নিয়ে। এবারের বিধানসভায় প্রার্থী তালিকা যুব শক্তির ওপর জোর রাখতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সব দিক বিচার করে একটু সময় নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা তৈরি হচ্ছে।
Read More
এবার বিজেপিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়

এবার বিজেপিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুসরণ করে তাঁর কাজে অনুপ্রাণিত হয়েই এবার পদ্ম শিবিরে নাম লেখালেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে জয় শ্রীরাম বলে দলের পতাকা হাতে তুলে নেন টলিপাড়ার অভিনেত্রী । দেশের মানুষের জন্য কিছু করতে চান তিনি। সম্প্রতি একাধিক তারকা বিজেপিতে যোগদান করেন। ভোটের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই সক্রিয় রাজনীতিতে যোগ দিচ্ছেন স্টুডিওপাড়ার তারকারা।
Read More
এবার টিকা নিতে খরচ হবে গাঁটের টাকা

এবার টিকা নিতে খরচ হবে গাঁটের টাকা

স্বাস্থ্যকেন্দ্র এবং বেসরকারি হাসপাতাল থেকে করোনার ভ্যাকসিন প্রতি ডোজের জন্য ২৫০ টাকা দিতে হবে। ভ্যাকসিনের একটি শট পেতে খরচ হবে ২৫০ টাকা। ঘোষণা করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে। মার্চ থেকেই যে শুরু হবে দ্বিতীয় দফা গত। ১৬ জানুয়ারি দেশজুড়ে শুরু হয়েছিল করোনার টিকাকরণ। এখনও পর্যন্ত দেশের ১.‌৩৭ কোটি স্বাস্থ্যকর্মী ও সামনের সারির কর্মীদের টিকাকরণ করা হয়েছে। টিকাকরণের জন্য এবারের বাজেটে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।
Read More
ভোটের আগে বড় রদবদল

ভোটের আগে বড় রদবদল

বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এবার রাজ্যে ভোট নির্বিঘ্নে হবে আগেই আশ্বস্ত করেছিল নির্বাচন কমিশন। ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্য পুলিশে রদবদল করল নির্বাচন কমিশন। এডিজি আইনশৃঙ্খলা পদ (আইপিএস অফিসার) থেকে জাভেদ শামিমকে সরিয়ে দিল কমিশন এবং সেই জায়গায় আনা হল দমকলের ডিজি জগমোহনকে। নির্বাচন কমিশনের এই পদক্ষেও বেশ তাৎপর্যপূর্ণ। এবার বাংলায় শান্তিপূর্ণ ভোট করানোর জন্য বদ্ধপরিকর নির্বাচন কমিশন।
Read More
টোটো চুরির ঘটনায় তিন দুষ্কৃতী

টোটো চুরির ঘটনায় তিন দুষ্কৃতী

টোটো চুরির ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল শিলিগুড়ি কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ। গত ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখ রাতে এনজেপির বাঁশবাড়ি এলাকায় মহম্মদ রাজুর বাড়ির সামনে থেকে একটি টোটো চুরি যায়। ঘটনার পরই এনজেপি থানায় অভিযোগ দায়ের করেন তিনি।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রবিবার ৩ যুবককে গ্রেফতার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।এনজেপি থানা সূত্রে জানা গেছে ওই তিন যুবকের নামে একাধিক চুরির কেস রয়েছে। পুলিশের অনুমান শহরের বিভিন্ন এলাকায় টোটো চুরির ঘটনায় তথ্য মিলতে পারে ।সোমবার ধৃত তিনজনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Read More
কেন্দ্রীয় বাহিনীর  রুটমার্চ শিলিগুড়িতে

কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শিলিগুড়িতে

শিলিগুড়ি শহর জুড়ে পরিস্থিতি ঘুরে দেখতে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী। জানা গেছে গত শনিবার শিলিগুড়িতে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শিলিগুড়ি এসে পৌঁছলেও রবিবার পর্যন্ত রাস্তায় তাদের দেখতে না পেয়ে শহরে কানাঘুষো ছড়িয়ে পড়ছিল। কিন্তু এদিন সোমবার সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন এলাকায় রুটমার্চ করে ঘুরে বেরাল তারা। এদিকে ভোটের দামামা বাজার পর থেকে রাজ্যের পর্যটনমন্ত্রী নিজের এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়েছেন।নিজের বিধানসভা আসন ডাবগ্রাম ফুলবাড়ি থেকে "শেষবারের" মতো জয়ী হতে প্রতিদিন জনসংযোগে বেরোচ্ছেন মন্ত্রী।আজ তৃণমূলের প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণায় ওই আসন থেকে তাঁর নাম ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর।
Read More