17
Mar
দেশে লকডাউন পর্ব প্রায় সমাপ্ত। ফের হাসপাতালের ওপিডি চালু হচ্ছে, চিকিৎসকরা রোগী দেখছেন, দীর্ঘদিন বন্ধ থাকা চিকিৎসা ফের চালু হচ্ছে। অন্যান্য চিকিৎসার মতো বন্ধ্যাত্বজনিত চিকিৎসাও অতিমারিতে বাধাপ্রাপ্ত হয়েছে। এখন গুয়াহাটির আইভিএফ সেন্টারগুলিতে রোগীরা আবার আসতে শুরু করেছেন। জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। এই অঞ্চলের আইভিএফ সেন্টারগুলিতে ৫০ শতাংশ বেশি রোগীর দেখা মিলছে, একথা জানিয়ে গুয়াহাটির প্রতীক্ষা হসপিটালের ডাঃ দিগন্ত ডেকা বললেন, কোভিড১৯-এর কারণে সুরক্ষা নিশ্চিত করার জন্য এইসব সেন্টারে সবরকম নিয়মবিধি মেনে চলা হচ্ছে। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে রোগী দেখা হচ্ছে বলে রোগীদের অপেক্ষা করে থাকার সময়ও বেশ কমে গেছে। কিছু কিছু পরামর্শের জন্য টেলি-কনসাল্টিং ব্যবস্থার সাহায্য নেওয়া হচ্ছে, ফলে সবসময়ে সশরীরে…