26
Feb
এবার বেসরকারিভাবে টাকা খসিয়ে নেওয়া যাবে করোনার টিকা। এমনই ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এই কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর। আগামী তিন থেকে চার দিনের মধ্যেই সেই টিকার দাম ধার্য করা হবে। কেন্দ্র জানিয়েছে, গোটা দেশে ১০ হাজার সরকারি এবং ২০ হাজার বেসরকারি কেন্দ্রে টিকাকরণ করা হবে। এবারের বাজেটে টিকাকরণের জন্য বরাদ্দ করা হয়েছিল ৩৫ হাজার কোটি টাকা। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে কোভিড টিকাকরণ শুরু হয়েছে। ১ মার্চ থেকে দ্বিতীয় দফার টিকাকরণ শুরু হচ্ছে।