18
Nov
নিজস্ব মতামত প্রকাশ করার স্বাধীনতা নেই চিনের মানুষের। জানা গিয়েছে, ইউহানের এক সাংবাদিক সরকারের বিরুদ্ধে গিয়ে করোনা-কবলিত চিনের ইউহান শহরের আসল চিত্রটা জনসমক্ষে তুলে ধরেছিলেন। বিভিন্ন জনের কাছে তথ্য সরবরাহ করেছেন তিনি। তার ফলেই ৫ বছরের জেলের সাজা শোনাল চিন সরকার। প্রমাণিত হয়ে গেল, চিনের মানুষের সরকারের বিরুদ্ধে গিয়ে কোনও কথা বলার অধিকার নেই। প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চিনের ইউহানে প্রথম করোনা ধরা পড়ে। ক্রমশ তা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে।