29
Dec
দ্য যোগা ইনস্টিটিউট মুম্বইয়ের ১০২ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথি রূপে উপস্থিত হয়ে আয়ুষ মন্ত্রী শ্রীপাদ ওয়াই নায়েক বলেছেন, কোভিড অতিমারির সময়ে যোগা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করেছে। দ্য যোগা ইনস্টিটিউটের প্রশংসা করে তিনি বলেন, অতিমারির সময়ে কোভিড সংক্রান্ত কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা এবং মানুষ ও সমাজের স্বার্থে ১০২ বছর ধরে তারা কাজ করে চলেছেন। তিনি দ্য যোগা ইনস্টিটিউটের মেডিটেশন অ্যাপ ‘নিস্পন্দ’র সূচনাও করেন। তিনি বলেন, এইরকম মেডিটেশন অ্যাপের জন্য সারা বিশ্ব অপেক্ষায় ছিল। এই অ্যাপ মেডিটেশনকে মানুষের হাতের মুঠোয় এনে দেবে। বিশ্ব মানবতার সেবায় দ্য যোগা ইনস্টিটিউটের ১০২ বছর…