09
Dec
গত ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। স্তব্ধ হয়ে যায় গোটা ক্রীড়াজগত। এবার ফুটবলের ঈশ্বর মারাদোনাকে শ্রদ্ধা জানাতে কলকাতায় গড়ে উঠছে মারাদোনাকে নিয়ে আস্ত একটি মিউজিয়াম। এই মিউজিয়ামের অন্যতম আকর্ষণ হবে ১৯৮৬ বিশ্বকাপে মারাদোনার বিখ্যাত হ্যান্ড অফ গড। মারাদোনার পেশাগত ও ব্যক্তিগত জীবনের নানা ঘটনা তুলে ধরা হবে ওই মিউজিয়ামে। এই মিউজিয়াম বানানোর উদ্যোগ নিয়েছেন ববি চেম্মানুর ইন্টারন্যাশনাল গ্রুপ। এই মিউজিয়ামে কিংবদন্তি মারাদোনার সোনার মূর্তি বসানো হবে বলেও জানিয়েছেন চেয়ারম্যান ববি চেম্মানুর। মূল আকর্ষণ অবশ্যই মারাদোনার ‘হ্যান্ড অফ গড’। আট বছর আগে কেরলে দিয়েগো মারাদোনাকে আনার পিছনে তাঁর সবথেকে বড় ভূমিকা ছিল।