Month: December 2020

#ডিসিশনটুপ্রোটেক্ট ক্যাম্পেন শুরু করল এইচডিএফসি লাইফ

#ডিসিশনটুপ্রোটেক্ট ক্যাম্পেন শুরু করল এইচডিএফসি লাইফ

একটি নতুন ক্যাম্পেন ‘#ডিসিশনটুপ্রোটেক্ট’ লঞ্চ্‌ করল ভারতের অগ্রণী জীবনবীমা কোম্পানি এইচডিএফসি লাইফ। এটি হল গ্রাহকদের অভিজ্ঞতার কাহিনীভিত্তিক ক্যাম্পেন, যাতে টার্ম প্ল্যানের প্রয়োজনীয়তার কথা পলিসিহোল্ডারদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তুলে ধরা হয়েছে। কোম্পানির তরফে বর্তমান পলিসিহোল্ডারদের সঙ্গে যোগাযোগ করে জেনে নেওয়া হয়েছে এইচডিএফসি লাইফ টার্ম প্ল্যান কেন তারা বেছে নিয়েছিলেন। এর আগেও এইচডিএফসি লাইফ একটি প্রোটেকশন ক্যাম্পেন শুরু করেছিল এইচডিএফসি লাইফের ‘ক্লিক টু প্রোটেক্ট’ টার্মের সুবিধাবলীর ব্যাপারে সচেতনতা গড়ার জন্য।  নতুন ক্যাম্পেনটি প্রচারিত হবে টেলিভিশন, ডিটিএইচ ও ডিজিটাল-সহ মাল্টি-মিডিয়া প্লাটফর্মগুলিতে। নতুন ক্যাম্পেনে শুধু টার্ম প্ল্যানের প্রয়োজনীয়তা নয়, একইসঙ্গে তুলে ধরা হয়েছে টার্ম প্ল্যান কিভাবে পলিসিহোল্ডারদের জীবনে পরিবর্তন এনেছে সেই বাস্তব কাহিনী।
Read More
মাদার টেরেজার জীবনী নিয়ে ছবি

মাদার টেরেজার জীবনী নিয়ে ছবি

টেরেজার জীবনী নিয়ে বায়োপিক তৈরির ঘোষণা হয়েছে আগেই। হলিউডের বিখ্যাত কলাকুশলীরা তুলে ধরবেন নোবেলজয়ীর জীবন চিত্র। আর এই কাজে ১৯ ডিসেম্বর কলকাতায় পৌঁছল তারা। কলকাতায় শুরু হয়ে গেল মাদার টেরেজার বায়োপিক কবিতা অ্যান্ড টেরেজার শ্যুটিং ৷ উত্তর কলকাতার নানা জায়গায় তুমুল ব্যস্ততার মধ্যে দিয়েই চলল এই ছবির শ্যুটিং ৷ কবিতা অ্যান্ড টেরেজা ৷ মাদার টেরেজার জীবন নিয়ে তৈরি এই ছবির পরিচালক হলেন কমল মুসাল ৷ ছবিতে মাদারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন জ্যাকলিন ফ্রিতসাচি করনাজ ৷ ছবিতে রয়েছেন অক্টোবর ছবিতে থেকে বলিউডে পা রাখা একেবারে নতুন অভিনেত্রী বণিতা সাধু ৷ রয়েছেন দীপ্তি নাভালও ৷কলকাতার সঙ্গে বরাবরই আত্মিক টান ছিল মাদারের ৷…
Read More
যুবতী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে

যুবতী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে

চাকরি পাইয়ে দেওয়ার নাম করে যুবতী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এলাকার প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশচন্দ্রপুর এলাকায়। সূত্রের খবর ওই গৃহবধূর স্বামী দীর্ঘদিন ধরে বাইরে রয়েছে। সেই সুযোগ নিয়ে এবং চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে অষ্টাদশী বধূকে দিনের পর দিন ধর্ষণ করেছে। গৃহবধূটি কিছুদিন আগে হরিশচন্দ্রপুর এলাকায় ওই অভিযুক্তের নামে এফআইআর করতে গেলে অভিযুক্ত মজিবুর রহমান নিজের প্রভাব খাটিয়ে এলাকা থেকে ওই গৃহবধূ এবং তার পরিবারকে গ্রাম ছাড়া করে দিয়েছে। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকায়। সোমবার ওই গৃহবধূ মালদার বার এসোসিয়েশনের এক আইনজীবীর সাহায্য নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন। সেখানেই অভিযুক্ত মজিবুর রহমানের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন এবং তার…
Read More
সোনু সুদের মন্দির তৈরি হচ্ছে তেলেঙ্গানায়

সোনু সুদের মন্দির তৈরি হচ্ছে তেলেঙ্গানায়

লকডাউনে তিনি সিঃস্বার্থভাবে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ গাড়ি, বাসের ব্যবস্থা করে শ্রমিকদের পৌঁছে দিয়েছেন নিজ-নিজ বাড়ি! এখানেই শেষ নয়! দেশের যে-কোনও প্রান্তে যখনই যে বিপদে পড়েছেন, সোনুকে একবার জানালেই হল সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন 'দাবাং' স্টার! লকডাউনে বহু মানুষ কর্মহারা হয়েছেন। সোনু তাঁদের সাহায্য করেছেন নতুনভাবে জীবন শুরু করতে! এমনকী আমফানে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির অসহায় মহিলাকেও নতুন বাড়ি বানিয়ে দেন সোনু সুদ। আজ গোটা দেশ সোনু সুদকে ভগবানের মতো ভক্তি করে! মানুষের মনের মণিকোঠায় তাঁর অবিচল শ্রদ্ধার আসন। বিহারে বানানো হয়েছে তাঁর বিশাল মূর্তি, এবার তেলেঙ্গানার সিড্ডিপেট জেলার দুব্বা টান্ডা গ্রামে অভিনেতার প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি হল মন্দির। মন্দিরে স্থাপিত…
Read More
তেলেঙ্গানায় সোনু সুদের মূর্তি

তেলেঙ্গানায় সোনু সুদের মূর্তি

করোনাকালে প্রচুর লোকের সাহায্য করে ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছে সোনু সুদকে। তাই এবার অভিনেতাকে সম্মান জানাতে তেলেঙ্গানার কেরালার সিদ্দিপিট জেলার দুব্বা টান্ডা গ্রামের স্থানীয় মানুষরা তৈরি করল আস্ত একটা মন্দির। মন্দিরে প্রতিস্থাপন করা হয়েছে অভিনেতা সোনু সুদের মূর্তি। অভিনেতার জন্য মন্দির তৈরি করতে পেরে অত্যন্ত আনন্দের বিষয় স্থানীয় মানুষের কাছে। একজন সাধারণ মানুষ হিসেবে ভাই-বোনদের পাশে দাঁড়িয়েছেন তিনি। 
Read More
বিশেষ উপহার তামিলনাড়ু রাজ্যের মানুষের জন্য

বিশেষ উপহার তামিলনাড়ু রাজ্যের মানুষের জন্য

২০২১ সালের নির্বাচনের আগে তামিলনাড়ু সরকার এক বড় ঘোষণা করেছে রাজ্যের মানুষের জন্য। করোনাকালে পোঙ্গাল উৎসবের আগে রেশন কার্ডধারীদের নগদ অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এডাপাড্ডি কে পালানিস্বামী। রেশন কার্ডধারীকে ২৫০০ টাকা নগদ এবং এক কেজি চাল, চিনি এবং একটি আঁখ বিনামূল্যে দেওয়া হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ঘোষণা রাজ্যবাসীর কাছে নিঃসন্দেহে খুশির খবর।
Read More
সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত প্রতিবন্ধীরা, ধর্ণায় বসল দিব্যাঙ্গ সঙ্ঘ

সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত প্রতিবন্ধীরা, ধর্ণায় বসল দিব্যাঙ্গ সঙ্ঘ

নানা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রতিবন্ধীরা। আর এই অভিযোগ তুকে কালচিনি বিডিও অফিসের সামনে ধর্ণায় বসল কালচিনি দিব্যাঙ্গ সঙ্ঘ। ধর্ণার পাশাপাশি বিডিওকে ১১ দফার দাবিতে ডেপুটেশনও দেয় তারা। কালচিনি দিব‍্যাঙ্গ সংঘের সভাপতি অমিত লোহারা জানান যে আমরা প্রতিবন্ধীরা বিভিন্ন সরকারি সূযোগ সুবিধা থেকে বঞ্চিত আলিপুরদুয়ার জেলার কোনো সরকারি চাকরি নিয়োগে প্রতিবন্ধীদের অগ্ৰাধিকার দেওয়া হচ্ছেনা এছাড়া কালচিনি ব্লকে প্রতিবন্ধীদের স্বনির্ভর হবার জন‍্য কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই এসমস্ত কিছুর দাবিতে আমরা দুই দিনের ধর্ণা কর্মসূচিতে সামিল হয়েছি যদি শীঘ্র আমাদের দাবি না পূরণ হয় তাহলে আমরা অনশন কর্মসূচিতে সামিল হব।
Read More
ক্ষতিকারক নেতারা দলে না থাকলেই ভালো : সাংসদ মৌসুম নূর

ক্ষতিকারক নেতারা দলে না থাকলেই ভালো : সাংসদ মৌসুম নূর

শুভেন্দু শহ একাধিক দলত্যাগী তৃনমূল নেতাকে এদিন একহাত নিলেন রাজ্যসভার সাংসদ মৌসুম নূর। সোমবার পুরাতন মালদার চৌরঙ্গী মোড়ে বঙ্গধ্বনি যাত্রার সূচনা করতে গিয়ে দল ছাড়াদের বিরুদ্ধে কটাক্ষ করলেন তিনি। তিনি জানান এমন অনেক নেতা আছেন যারা দলে থেকে ক্ষতি করার চেষ্টা করে, এরকম নেতাদের দলে না থাকাই ভালো।যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর নাম না করেই এই মন্তব্যই করেছেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূর । তার সাফ কথা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত ১০ বছরে রাজ্যের উন্নয়নের জোয়ার এনে দিয়েছেন। এরকম নেতা যেকোনো দলে থাকলেই ক্ষতি। আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরেই মানুষের কাছে ছুটে যাব । আগামীতে সরকার…
Read More
বিজেপি মহিলা মোর্চার  ধর্ণা

বিজেপি মহিলা মোর্চার ধর্ণা

রাজ্যে নারীসুরক্ষার হতশ্রী অবস্থার বিরুদ্ধে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা বিক্ষোভে শামিল হলেন গান্ধিমূর্তির পাশে। এদিন শিলিগুড়ির কোর্টেমোড়ে গান্ধীমূর্তির পাশে "আর নয় অসুরক্ষা"র স্লোগান তুলে বিক্ষোভ ধর্ণা দেখালেন মহিলারা। বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী পাঞ্চালী ভট্টাচার্য জানান বাংলায় মহিলারা অসুরক্ষিত। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হলেও তিনি রাজ্যের অন্যান্য মহিলাদের প্রতি একেবারেই উদাসীন। সেইকারণেই তাদের এই কর্মসূচী চলছে।তিনি আরো জানান 'আর নয় অন্যায়' এই নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিজেপির কর্মসূচী। এরই মধ্যে ২১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত বিজেপি মহিলা মোর্চার তরফে চলবে 'আর নয় অসুরক্ষা' কর্মসূচী।
Read More
তৃনমূলের যোগ দিলেন সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মন্ডল

তৃনমূলের যোগ দিলেন সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মন্ডল

তৃনমূলের যোগ দিলেন বিজেপির রাজ্য যুব সভাপতি সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মন্ডল। এদিন আচমকাই সৌগত বসু, কুনাল ঘোষের হাত ধরে তৃনমূল পতাকা তুলে নিলেন বিজেপি নেত্রী সুজাতা মন্ডল। বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য যুব সভাপতির স্ত্রীর তৃণমূলে যোগদান নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। সূত্রের খবর বিজেপিতে কোনো পদ না পেয়েই এই পদত্যাগ এবং তৃণমূলে যোগদান । এদিন তৃণমূলে যোগদান করেই সুজাতা মন্ডল জানান বিজেপিতে যোগ্য সম্মান তিনি পাননি। তাঁর অভিযোগ, গত লোকসভা ভোটে হাড় ভাঙা পরিশ্রম করে নিজের স্বামীকে বিষ্ণুপুর লোকসভা ভোটে জেতালেও কোনো সম্মান জোটেনি তাঁর। তাই পুরোনো দলেই ফিরলেন তিনি। নিজের স্ত্রী তৃনমূল যোগদান করতেই সাংসদ…
Read More