06
Oct
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরই ওয়াল্টার রীড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি হয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই হাসপাতালেই চার-দিন চিকিত্সাধীন ছিলেন। চারদিন হাসপাতালে কাটানোর পরে হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের মেডিক্যাল টিম জানিয়েছে, এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার সিন কেনলে বলেছেন, শুরু থেকেই রেমডেসিভিরের থেরাপিতে ছিলেন ট্রাম্প। বিশেষ হেলিকপ্টারে হোয়াইট হাউসে ফিরে আসেন আমেরিকার প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে ফিরে আসার পরই মুখের মাস্ক খুলে ফেলেন ট্রাম্প। হোয়াইট হাউসে ফেরার পরই প্রেসিডেন্ট নির্বাচনের ডিবেটে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ট্রাম্প।