Month: October 2020

নবান্ন অভিযাননের রাসায়নিক জলকামানে হাসপাতালে ভর্তি একাধিক বিজেপি নেতা

নবান্ন অভিযাননের রাসায়নিক জলকামানে হাসপাতালে ভর্তি একাধিক বিজেপি নেতা

বিজেপি–র নবান্ন চলো অভিযানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড কলকাতা–হাওড়া জুড়ে। বিজেপির নবান্ন অভিযান ঠেকাতে জলকামান থেকে বেগুনি রঙের রাসায়নিক মেশানো জল ছেটানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। আর তাতে গুরুতর অসুস্থ হলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতাকর্মী। তাঁদের মধ্যে অনেকেই ভর্তি হয়েছেন হাসপাতালে। বাইপাসের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, ‘‌পুলিশ আমাদের লোকজনের ওপর বেপরোয়াভাবে লাঠিচার্জ করছে। খিদিরপুরের দিক থেকে আমাদের মিছিল লক্ষ্য করে ইট ছোঁড়া হচ্ছে।’
Read More
ফালাকাটা রেলস্টেশনে এক ব্যক্তির রক্তাক্ত দেহ ঘিরে চাঞ্চল্য

ফালাকাটা রেলস্টেশনে এক ব্যক্তির রক্তাক্ত দেহ ঘিরে চাঞ্চল্য

সাতসকালে ফালাকাটা রেলস্টেশনে এক ব্যক্তির রক্তাক্ত দেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারে । জানা গিয়েছে এদিন সকালে এলাকার বাসিন্দারা প্রাতঃভ্রমণে এসে ফালাকাটা রেলস্টেশনে একটি রক্তাক্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায় রেলস্টেশন সংলগ্ন এলাকায় । ঘটনাস্থলে আসে রেল পুলিশ এবং ফালাকাটা থানার পুলিশ। পুলিশের অনুমান লোকটিকে পাথর দিয়ে আঘাত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সুত্রে খবর মৃতের নাম জগদীস দাস বয়স আনুমানিক চল্লিশ বছর বাড়ি ফালাকাটা ফালাকাটা স্টেশন সংলগ্ন এমএ কলোনিতে তার বাড়ি তার স্ত্রী এবং দুটি পুত্র সন্তান এবং বিধবা মা আছে।
Read More
প্রতিমন্ত্রীকে আটকে রেখে বিক্ষোভ গোয়ালপোখরের বাসিন্দাদের

প্রতিমন্ত্রীকে আটকে রেখে বিক্ষোভ গোয়ালপোখরের বাসিন্দাদের

প্রতিমন্ত্রীকে আটকে রেখে বিক্ষোভ দেখাল গোয়ালপোখরের বাসিন্দারা । বৃহস্পতিবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী গোয়ালপোখর গেলে সেখানে তাদের ক্ষোভের মুখে পড়েন তিনি ।এমনকি কেন্দ্রীয় মন্ত্রীকে কালো পতাকাও দেখানো হয় । যুব তৃণমূল কংগ্রেসের অভিযোগ , সাংসদ হওয়ার পর দেবশ্রী চৌধুরীকে এলাকায় দেখা যায়নি। এলাকার বাসিন্দাদের ভোট নিয়ে সাংসদ হলেও তিনি এই এলাকার জন্য এখন পর্যন্ত কিছু করেননি বলে অভিযোগ । এমনকি লকডাউন এর জন্য অভুক্ত সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াননি তিনি । জবাবে দেবশ্রী চৌধুরী জানান, এত বড় একটি লোকসভা, সাত মাস লকডাউন এর পরিস্থিতি না থাকলে তিনি আরো আগেই আসতেন । যদিও রায়গঞ্জে বেশ কিছুদিন…
Read More
বিকেটি ও কেএফসি বিগ ব্যাশ লিগের সম্পর্ক বৃদ্ধি

বিকেটি ও কেএফসি বিগ ব্যাশ লিগের সম্পর্ক বৃদ্ধি

ভারতীয় বহুজাতিক সংস্থা বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (বিকেটি) জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে এক চুক্তির বলে তাদের সঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেট লিগ ‘কেএফসি বিগ ব্যাশ লিগ’ (বিবিএল)-এর পার্টনারশিপ উন্নীত ও প্রসারিত হয়েছে।  এই পার্টনারশিপ সাক্ষরিত হয়েছিল ২০১৮ সালে এবং তার মেয়াদ ছিল ২০২১ সাল পর্যন্ত, তবে এখন তা থাকবে ২০২৩ সাল পর্যন্ত।  লিগ সাপ্লায়ার থেকে এখন বিবিএল-এর লিগ পার্টনার হল বিকেটি। লিগ পার্টনার হিসেবে বিকেটি কিছু বাড়তি অধিকার ভোগ করবে, যেমন এলইডি বোর্ডের অতিরিক্ত দৃশ্যমানতা, ভিশন স্ক্রিন, বাউন্ডারি রোপ ও আম্পায়ার্স ইউনিফর্ম। ভেন্যু ও ভেন্যুর বাইরেও বিকেটি কিছু অতিরিক্ত অধিকার পাবে। ইন্টারন্যাশনাল ম্যাচগুলি ও ফ্যান ইভেন্টস চলার সময়ে বিকেটি ব্র্যান্ড বিশেষভাবে প্রদর্শিত হবে।…
Read More
দাগাপুর চাবাগানে চিতা বাঘের আতঙ্ক

দাগাপুর চাবাগানে চিতা বাঘের আতঙ্ক

শিলিগুড়ির দাগাপুর চাবাগানে চিতার আতঙ্কে থমথমে পরিবেশ পুরো এলাকাজুড়ে। জানা গেছে দাগাপুর চাবাগানের রেললাইন এলাকায় চিতা বাঘের উপস্থিতির খবর মিলতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সকালে বাগানে যথারীতি চা পাতা তুলতে গিয়ে এক মহিলা শ্রমিক চিতা বাঘটিকে দেখতে পায়। চিতা বাঘটি একটি ছাগলছানাকে ধরে বাগানে টেনে নিয়ে যাচ্ছিল। এই দৃশ্য দেখে আতঙ্কে বাগান শ্রমিকরা প্রাণ ভয়ে বেরিয়ে আসে বাগান থেকে। খবরটি ছড়িয়ে পড়তেই শুকনা বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসেছে। বাঘটিকে ধরতে প্ৰয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে তাদের দাবি। এলাকার অধিবাসীদের দাবি বাগানে এর আগেও চিতাবাঘ দেখা গেছে ।কিন্ত বাগান মালিক এবং বনবিভাগের কর্তারা কোনো পদক্ষেপ করেনি। এদিকে চিতাবাঘের আতঙ্কে চা-শ্রমিকরা কাজ বন্ধ…
Read More
শিলিগুড়ি কলেজের ৭১তম প্রতিষ্ঠা দিবস

শিলিগুড়ি কলেজের ৭১তম প্রতিষ্ঠা দিবস

আজ শিলিগুড়ি কলেজের ৭১তম প্রতিষ্ঠা দিবস পালিত হল । এদিন কলেজের প্রতিষ্ঠা দিবসে কলেজের পতাকা উত্তোলন করে অনুষ্ঠান সূচনা করেন মন্ত্রী গৌতম দেব। পাশাপাশি কলেজের আরও একাধিক প্রজেক্টের উদ্বোধন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। ওয়েদার অবজারভেটারি, নতুন সাইকেল স্ট্যান্ড, নিজস্ব ট্রান্সফর্মার সহ আরও বেশকিছু প্রজেক্টের উদ্বোধন করেন তিনি। এদিন কলেজের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের পরিচালন সমিতির সভাপতি জয়ন্ত কর, কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ সহ কলেজের অন্যান্য অধ্যাপকেরা। এছাড়াও তিনি জানান কলেজের মাঠ যাতে সকালে প্রাতঃভ্রমণ বা অন্য কাজে ব্যাবহার করা যায় সেই বিষয়টি তিনি দেখবেন। এসজেডিএ এর সাথে কথা বলে শীঘ্রই মাঠ সংস্কারের কাজ শুরু করা হবে।
Read More
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মালায় নয়া মোড়

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মালায় নয়া মোড়

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মালায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। সিবিআই নিযুক্ত এইমস-এর চিকিৎসকদের প্যানেল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে- খুন নয়, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত। তদন্তে নেমে ঘটনার পুনর্নির্মাণের পরেও কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এমন কোনও তথ্য আসেনি, তাই সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা হিসাবে মেনে নিয়েছে সিবিআই। তবে রিয়ার বিরুদ্ধে এখনও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা জারি থাকলেও অভিনেতার আর্থিক সম্পত্তি নয়-ছয়ের তেমন কোনও প্রমান এখনও মেলেনি। আপাতত সুশান্তের আত্মহত্যার একাধিক কারণগুলিকে অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
Read More
করোনা সচেতনতার প্রচার শুরু ভারতের প্রধানমন্ত্রীর

করোনা সচেতনতার প্রচার শুরু ভারতের প্রধানমন্ত্রীর

করোনা সচেতনতা প্রচারের ক্যাম্পেন শুরু করতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানাবেন, আসন্ন উৎসবে ও শীতের মরশুমে নিজেকে এবং আত্মীয়স্বজনকে কীভাবে সতর্ক রাখতে হবে। ভ্যাকসিন না বেরোনো পর্যন্ত কীভাবে সতর্ক হতে হবে। একই সঙ্গে দেশের অর্থনীতিকে কীভাবে ফের চাঙ্গা করে তোলা যায়, সে বিষয়েও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এই ক্যাম্পেনে খেলার জগৎ, শিল্পসংস্কৃতির মানুষ তথা ফিল্মি দুনিয়ার ৫০০ জনকে কাজে নামতে অনুরোধ করা হবে। এই ক্যাম্পেনের মাধ্যমে বেশি সংখ্যক মানুষের কাছে বার্তা পৌঁছানোই হল প্রধান উদ্দেশ্য।
Read More
মালদায় ত্রিশ কেজি গাঁজা সহ উদ্ধার অনেক নেশা সামগ্রী

মালদায় ত্রিশ কেজি গাঁজা সহ উদ্ধার অনেক নেশা সামগ্রী

পাঁচারের আগে উদ্ধার হল কয়েক কোটি টাকার নেশা সামগ্রী। প্রায় ত্রিশ কেজি গাঁজা সহ আড়াইশো বোতল ফেনসিডিল উদ্ধার করে বিএসএফ। গোলাপগঞ্জ এলাকার নোওদাপাড়া এলাকায়। বিএসএফ আধিকারিকদের থেকে জানা গেছে বাংলাদেশে পাচারের আগে বর্ডার এলাকার অসাধু ব্যবসায়ী অতুল মন্ডলের বাড়ি থেকে উদ্ধার হয় এই নেশা সামগ্রী। জানা গিয়েছে পাচারের উদ্দেশ্যে এই সামগ্রী মজুত করে রাখা হত ।বিএসএফের চোখের অলক্ষ্যে গোভীর রাত্রে পাচার করার উদ্দেশ্যে জমা করা গাঁজা ফেনসিডিল ধরে ফেলে পাচার কারিদের পরিকল্পনা বানচাল করে দেয় গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের ও সি রামচন্দ্র শ্চন্দ্র সাহা এবং তার দলবল ।
Read More
রিয়ার মা সন্ধ্যা চক্রবর্তীর স্বীকারোক্তি

রিয়ার মা সন্ধ্যা চক্রবর্তীর স্বীকারোক্তি

প্রায় গত এক মাস ধরে মুম্বইয়ের বাইকুল্লা জেলবন্দি থাকার পর বুধবার শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন প্রয়াত অভিনেতা সুশান্ত মামলার মূল অভিযুক্ত রিয়া। অভিনেতার মৃত্যু মামলার সঙ্গে জড়িত মাদককাণ্ডে গত ৮ সেপ্টেম্বর গ্রেফতার হয়েছিলেন নায়িকা। অভিযুক্ত নায়িকাকে মিডিয়ার নজর থেকে বাঁচিয়ে রাখতে তাঁর গাড়ির কাঁচ খবরের কাগজে ঢেকে দেওয়া হয়েছিল।    অভিযুক্ত নায়িকা রিয়ার মা সন্ধ্যা চক্রবর্তী জানিয়েছেন, ‘ওর উপর দিয়ে যা ঝড় বয়ে গেল…কীভাবে সামলাবে ও নিজেকে? আমি জানি আমার মেয়ে লড়াকু এবং ও নিজেকে শক্ত রাখবে, যে মানসিক যন্ত্রণা এবং ট্রমার মধ্যে দিয়ে ওকে যেতে হল’। রিয়ার মা যোগ করেন - ‘আমার সন্তানরা জেলে রয়েছে। প্রতি মুহূর্তে আতঙ্কে ভুগছি কাল…
Read More