Month: October 2020

জলপাইগুড়ি জেলা পুলিশ প্রকাশ করল গাইডম্যাপ

জলপাইগুড়ি জেলা পুলিশ প্রকাশ করল গাইডম্যাপ

দেবী পক্ষের শুরু হয়ে গিয়েছে। কোভিড আবহেও পুজোর গন্ধ সর্বত্র। রাজ্য সরকারের একাধিক গাইডলাইন মেনে ক্লাবগুলো এখন চরম ব্যস্ত। এই পরিস্থিতিতে জলপাইগুড়ি জেলা পুলিশ এদিন গাইডম্যাপ প্রকাশ করল । আই জি উত্তরবঙ্গ বিশাল গর্গ শনিবার জলপাইগুড়ি প্রয়াস হলে ম্যাপ উদ্বোধন করেন। অন্যান্যবছরের তুলনায় এবছরে পুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ এড়াতে স্বাস্থ্য বিধি মেনে চলতে আবেদন জানানো হয়েছে ।ক্লাব গুলিকে অনুদানের টাকাও দেওয়া হয় সেইসঙ্গে। উপস্থিত ছিলেন ডি আই জি কল্যাণ মুখোপাধ্যায় এস পি প্রদীপ কুমার যাদব, জেলাশাসক অভিষেক তেওয়ারি, সরকারি আইনজীবী গৌতম দাস পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায় সন্দীপ মাহাতো টোটো চালক ইউনিয়নের সভাপতি মিঠু মহন্ত প্রমুখ।
Read More
করোনা পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গবাসীকে সতর্ক করলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অফিসার অফ স্পেশাল ডিউটি ডাঃ সুশান্ত রায়

করোনা পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গবাসীকে সতর্ক করলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অফিসার অফ স্পেশাল ডিউটি ডাঃ সুশান্ত রায়

এই করোনা আবহে পুজো হোক পুজোর মতো করে । উৎসবটা নাহয় এবছর নাই বা করলেন। এভাবেই উত্তরোত্তর বাড়তে থাকা করোনা পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গবাসীকে সতর্ক করলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অফিসার অফ স্পেশাল ডিউটি ডাঃ সুশান্ত রায়। দেবী পক্ষ শুরু হয়ে গেছে । একে একে উদ্বোধন হচ্ছে রাজ্যের দুর্গাপুজার প্যান্ডেলগুলি। কিন্তু মানুষকে খুব সতর্ক হয়ে এবছর পুজো কাটাতে বারবার অনুরোধ করছেন ডাক্তাররা। গত দুসপ্তাহের কোভিড রিপোর্ট পর্যালোচনা করে অবশ্য এমন আশঙ্কাই বারবার শুনিয়েছেন স্বাস্থ্য দপ্তর। পুজোর আগে যেভাবে রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে মানুষকে দুর্গোৎসবের আনন্দে ভাসতে সতর্ক করছে স্বাস্থ্য দপ্তর। এদিন আলিপুরদুয়ার পৌরসভার প্রেক্ষাগৃহে আলিপুরদুয়ার জেলার পুজো উদ‍্যোক্তা ও জেলা…
Read More
বাংলার যুব যোদ্ধার কর্মশালায় যুব সভাপতি অভিজিৎ

বাংলার যুব যোদ্ধার কর্মশালায় যুব সভাপতি অভিজিৎ

কোচবিহারের তুফানগঞ্জ ব্লকে প্রশিক্ষণ শিবিরে দলীয় কর্মীদের উৎসাহ দিলেন জেলা যুব সভাপতি অভিজিৎ দে । সূত্রের খবর আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলার দলীয় কর্মীদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস । এদিন কোচবিহারের তুফানগঞ্জ ব্লকে বালাভূত বিদ্যাসাগর স্কুলের মাঠে বাংলার যুব যোদ্ধার কর্মশালা আয়োজন করে বলে জানা গেছে। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা বিনয়কৃষ্ণ বর্মন, জেলার যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ ব্লক স্তরের নেতা কর্মীরা ।
Read More
অ্যামাজনের নতুন ফুলফিলমেন্ট সেন্টার

অ্যামাজনের নতুন ফুলফিলমেন্ট সেন্টার

অ্যামাজন ইন্ডিয়া একটি নতুন ফুলফিলমেন্ট সেন্টার (এফসি) চালু করল পশ্চিমবঙ্গে। এটি পশ্চিমবঙ্গে তাদের বৃহত্তম এফসি। এরফলে এই রাজ্যে অ্যামাজন ইন্ডিয়ার পরিকাঠামো লক্ষ্যণীয়ভাবে প্রসারিত হল। রাজ্যের পাঁচটি এফসি’তে অ্যামাজনের মোট স্টোরেজ ক্যাপাসিটি বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের ২৫,০০০ বিক্রেতার সুবিধা হবে এবং পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলের প্রতিবেশী রাজ্যগুলিতে গ্রাহকদের অর্ডার অনুসারে দ্রুত ডেলিভারি দেওয়া সহজ হবে। অ্যামাজন ইন্ডিয়ার পক্ষে অখিল সাক্সেনা জানান, পশ্চিমবঙ্গ অ্যামাজনের জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা, কারণ এই স্থানের বিশেষ অবস্থানের কারণে শুধু পশ্চিমবঙ্গ নয়, উত্তর-পূর্বাঞ্চলের প্রতিবেশী রাজ্যগুলিতেও গ্রাহকদের ভালভাবে পরিষেবা দেওয়া সম্ভব। এই সম্প্রসারণের ফলে অ্যামাজন ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগগুলিকে সাহায্য করার পাশাপাশি এই অঞ্চলে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে।  পশ্চিমবঙ্গের…
Read More
শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে উদ্ধার হল এক কুইন্টাল গাঁজা

শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে উদ্ধার হল এক কুইন্টাল গাঁজা

গোপনসূত্রে অভিযান চালিয়ে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকা থেকে একটি গাড়ি থেকে উদ্ধার হল এক কুইন্টাল গাঁজা । ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ শুক্রবার রাতে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের ঢাকেশ্বরী কালীবাড়ি মন্দিরের কাছে একটি গাড়িকে তল্লাশি চালিয়ে এই বিশাল পরিমান গাঁজা উদ্ধার করে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে । ধৃতরা হল রামকৃষ্ণ ভৌমিক, মমিনুর আলী ও বিজয় মন্ডল । এই তিনজনের দুজন কোচবিহারের বাসিন্দা এবং একজন শিলিগুড়ির বাসিন্দা । পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এর আগেও তারা গাঁজা পাচার করেছে বলে পুলিশের অনুমান । এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার…
Read More
যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার মালদার হবিবপুরে

যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার মালদার হবিবপুরে

মালদার হবিবপুর এলাকায় এদিন হঠাৎ এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । জানা গিয়েছে ওই যুবকের নাম কানাই হালদার । তার বাড়ি হাবিবপুর এলাকার ছাতিয়ানগাছি গ্রামে। সূত্রের খবর শুক্রবার রাতে নিজের শোয়ার ঘরে ঘুমোতে যায় ।পরদিন ঘরের ভিতর থেকে ওই বছর চব্বিশের যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসেছে। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। এলাকায় ওই যুবকের বেশ ভালোই ব্যবহার ছিল।হঠাৎ কেন আত্মহত্যা করল তা বুঝে উঠতে পারছেন না।কি কারনে ওই যুবক আত্মহত্যা করল তার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
Read More
নয় লক্ষ টাকার চেক ফিরিয়ে দিয়ে মানবতার নজির গড়লেন আলিপুরদুয়ারের টোটোচালক

নয় লক্ষ টাকার চেক ফিরিয়ে দিয়ে মানবতার নজির গড়লেন আলিপুরদুয়ারের টোটোচালক

নয় লক্ষ টাকার চেক ফিরিয়ে দিয়ে মানবতার নজির গড়লেন আলিপুরদুয়ারের টোটোচালক রঞ্জন সরকার। জানা গেছে এদিন সকালবেলা আলিপুরদুয়ারের পার্ক রোড এলাকায় খোকন সেনগুপ্ত নামে এক বাইক আরোহীর দুটি চেক রাস্তায় পড়ে যায়। একটি পাঁচ লাখ এবং একটি চার লাখের চেক। এরপর পেশায় টোটো চালক রঞ্জন সরকার এদিন রাস্তায় টোটো চালিয়ে যাওয়ার সময় চেক দুটি কুড়িয়ে পায়। চেকদুটি পেয়ে তিনি সোজা আলিপুরদুয়ার থানায় গিয়ে পুলিশের কাছে জমা দিয়ে আসেন। পরবর্তীকালে পুলিশ চেক দুটির প্রকৃত মালিক খোকন সেনগুপ্তকে থানায় ডেকে এনে চেক দুটি ফিরিয়ে দেন।এই ঘটনায় টোটোচালক রঞ্জন সরকারকে ধন্যবাদ জানিয়েছে খোকন সেনগুপ্ত। টোটোচালকের এই মহানুভবতা দেখে তাঁকে প্রশংসা করেছে পুলিশ এবং…
Read More
সৈকত চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন শতাধিক পুরোহিত

সৈকত চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন শতাধিক পুরোহিত

জেলার যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের হাত ধরে প্রায় একশো জন পুরোহিত যোগ দিলেন তৃণমূলে। জানা গিয়েছে এদিন জলপাইগুড়ি জেলার পুরোহিত সমাজ কল্যাণ সমিতির সঙ্গে যুক্ত পুরোহিতরা এদিন তৃণমূলে যোগদান করেন ।শনিবার জলপাইগুড়ি শহরের থানা মোড়ে আয়োজিত একটি অনুষ্ঠানে‌র মধ‍্য দিয়ে তৃণমূলে যোগদান করেন তারা । জলপাইগুড়ি জেলার সমস্ত পুরোহিত‌দের অবিলম্বে পুরোহিত ভাতা প্রদানের দাবি তুলে শহরে এদিন একটি মিছিল করে জলপাইগুড়ি‌র বৈকুন্ঠপুর রাজবাড়ি প্রাঙ্গনে থানা মোড়ে আসেন তারা । মিছিলে অংশ নেন জলপাইগুড়ি শহরের শতাধিক পুরোহিত।পুরোহিতরা তৃণমূলের জেলা যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন । সেখানে তাঁদের হাতে দলিয় পতাকা তুলে দেন সৈকত । পুরোহিত সংগঠনের পক্ষ থেকে সঞ্জীব…
Read More
সৌরভ গাঙ্গুলির হাত দিয়ে প্রকাশিত হচ্ছে অশোকের বই

সৌরভ গাঙ্গুলির হাত দিয়ে প্রকাশিত হচ্ছে অশোকের বই

আগামী ২০ অক্টোবর প্রকাশিত হচ্ছে শিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি কর্পোরেশনের প্রশাসক অশোক ভট্টাচার্যের বই । সূত্রের খবর আগামী মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির হাত দিয়ে প্রকাশিত হবে এই বইটি । বইটির নাম "করোনা,পূর্ব-উত্তর,নগরায়ণ এবং নগর অর্থনীতি"। অশোক ভট্টাচার্য দীর্ঘদিন ধরে দক্ষ প্রশাসকের সঙ্গে বেশ কিছু বইও লিখেছেন । উল্লেখ্য কোভিড পরিস্থিতিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন বাড়িতে আইসলেশনে ছিলেন তিনি । সেই প্রেক্ষাপটে শিলিগুড়ি তথা রাজ্যের কোভিড পরিস্থিতি তুলে ধরেছেন তাঁর এই বইয়ে বলে জানা গেছে ।
Read More
চোপড়া সংঘর্ষ  তৃণমূল-কংগ্রেসের

চোপড়া সংঘর্ষ তৃণমূল-কংগ্রেসের

উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ব্যাপক সংঘর্ষে গুরুতর জখম একজন ।মিছিলকে ঘিরে উত্তেজনা এবং সংঘর্ষে জড়াল তৃণমূল-কংগ্রেস। জানা গেছে এদিন চোপড়ার লক্ষ্মীপুরে তৃণমূল ছাত্র পরিষদের একটি মিছিল হওয়ার কথা ছিল । সেইমতো প্রস্তুতিও শুরু করে দলের নেতাকর্মীরা । তৃণমূলের অভিযোগ আচমকাই সেই মিছিলের পূর্বে কংগ্রেসের কর্মী এসে মিছিল করতে বাঁধা দেয় । ঘটনা হাতাহাতি পর্যন্ত গড়ায়, ব্যাপক বোমাবাজি এবং গোলাগুলিও চলে । এই সংঘর্ষে একজনের অবস্থা আশঙ্কাজনক।তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠান হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । পরিস্থিতি নজরে রাখছে পুলিশ । ঘটনায় পর পুরো এলাকা থমথমে
Read More