Month: October 2020

সিদ্ধার্থ শুক্লার বিস্ফোরক মন্তব্য

সিদ্ধার্থ শুক্লার বিস্ফোরক মন্তব্য

হিন্দি টেলিভিশনে হার্টথ্রব নায়ক ও বিগ বস ১৩-র বিজেতা সিদ্ধার্থ শুক্লা সবসময় রয়েছেন চর্চার কেন্দ্রবিন্দুতে। সিনিয়র হিসাবে দু-সপ্তাহের জন্য চলতি সিজনে বিগ বসের ঘরে ফিরেছেন সিদ্ধার্থ। এই সিজনেই এক বিস্ফোরক মন্তব্য করলেন সিদ্ধান্ত। একটি টাস্ক চলাকালীন স্বীকার করে নেন ‘তুমি এইভাবে আমাকে স্পর্শ করতে পার না, বাড়িতে আমার গার্লফ্রেন্ড আছে’। চলতি সিজনেও পঞ্জাব থেকে আসা প্রতিযোগী সারা গুরপাল প্রকাশ্যে সিদ্ধার্থকে ‘জিজাজি’ বলে সম্বোধন করে চমকে দেন সকলকে। এই স্বীকারোক্তি ‘সিধনাজ’ জুটি সম্পর্ক নিয়ে জল্পনা উস্কে দিল। ‘সিধনাজ’ হল বিগ বস ১৩-র চর্চার কেন্দ্রবিন্দু 'পঞ্জাবের ক্যাটরিনা কাইফ' শেহনাজ গিল ও সিদ্ধার্থের রসায়ন।
Read More
উৎসবে করোনা সংক্রমণ নিয়ে দেশবাসীকে সচেতন বার্তা প্রধানমন্ত্রীর

উৎসবে করোনা সংক্রমণ নিয়ে দেশবাসীকে সচেতন বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: উৎসবের মরশুমে করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে আশঙ্কা প্রকাশ করে জাতির উদ্দেশে ভাষণ দেন ধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ স্মরণ করিয়ে দিলেন ঢিলেমি দিলে হবে না৷ উৎসবে গাছাড়া মনোভাব দেখালেই করোনা সংক্রমণ বৃদ্ধি পাবে৷ একই সঙ্গে দেশবাসীকে নবরাত্রি, দশেরা, ইদ, দীপাবলি, ছট পুজোর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, 'মনে রাখতে হবে লকডাউন শেষ হলেও ভাইরাস বিদায় নেয়নি৷ চিকিৎসক, নার্স-সহ করোনা যোদ্ধারা বিপুল জনসংখ্যার সেবায় কাজ করছেন, তাই এখন গাছাড়া মনোভাব দেখানোর সময় নয়৷ এই সময়ে নিজের সুরক্ষার বিষয়ে সবথেকে বেশি জোর দিতে হবে৷ ভ্যাকসিন বাজারে এলেই কীভাবে তা প্রত্যেক দেশবাসীর কাছে দ্রুত পৌঁছে দেওয়া যায়, সেই প্রস্তুতি নিতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার৷ যতক্ষণ…
Read More
তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে বীরভূমবাসী

তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে বীরভূমবাসী

মঙ্গলবার গভীর রাতে বোমা ফেটে উড়ে গেল একটি স্বাস্থ্যকেন্দ্রের ছাদ। হেতমপুরের চম্পানগরী গ্রামীণ দাতব্য স্বাস্থ্যকেন্দ্রে বিস্ফোরণ ঘটে। পুজের মুখে চতুর্থীর রাতে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল দুবরাজপুরে। ঘটনাস্থলে ডাকা হয় বম্ব স্কোয়াডকে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গভীর রাতে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় গ্রামবাসীদের। জানা গিয়েছে, ওই স্বাস্থ্যকেন্দ্রের ভিতরেই ছিল একটি ক্লাব। ওই ক্লাবেই বিস্ফোরণ ঘটে। আগে থেকে বোমা মজুত থাকার জেরেই ওই বিস্ফোরণ বলে অনুমান পুলিশের। স্বাস্থ্যকন্দ্রে বিস্ফোরণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
Read More
দুর্গোৎসব নিয়ে নয়া নির্দেশিকা কলকাতা হাই কোর্টের

দুর্গোৎসব নিয়ে নয়া নির্দেশিকা কলকাতা হাই কোর্টের

করোনা পরিস্থিতিতে উৎসবের মরশুম। সোমবার পুজো মামলার রায়ে বড় রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। জনস্বার্থ মামলার রায়ে রাজ্যের প্রত্যেকটি পুজো মণ্ডপে দর্শক প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর পুনর্বিবেচনার আরজিতে বুধবার সেই রায়ে সামান্য পরিবর্তন করল হাইকোর্ট। তবে অঞ্জলি, সিঁদুরখেলায় ছাড় দেওয়া হয়নি।  বলা হয়েছে, নোট এন্ট্রি জোন তথা প্যান্ডেলের মধ্যে ঢাকিরা থাকতে পারবেন। তা ছাড়া বড় পুজোগুলোর মণ্ডপে কমিটির ৬০ জন সদস্য থাকতে পারবেন। একসঙ্গে সর্বোচ্চ ৪৫ জন মণ্ডপে ঢুকতে পারবেন। প্রতিদিন সকাল আটটার সময় পুজো উদ্যোক্তাদের নামের তালিকা মণ্ডপের বাইরে টাঙিয়ে দিতে হবে। পুজোয় সমস্ত নির্দেশিকা মানা হল কিনা, সে বিষয়ে রাজ্য পুলিশের ডিজিকে হলফনামা…
Read More
নেহা-রোহনের ‘রোকা’

নেহা-রোহনের ‘রোকা’

এইবার সত্যি সত্যিই গাঁটছাড়া বাঁধছেন নেহা কক্কর ও রোহন প্রীত সিং। ২৪ অক্টোবরই সাত পাকে বাঁধা পড়বেন এই জুটি। গত কয়েক দিন ধরেই বি-টাউনের অলিতে-গলিতে ভেসে বেড়াচ্ছে নেহার বিয়ের খবর। মঙ্গলবার রাতে ‘রোকা’ সেরেমানির ভিডিয়ো শেয়ার করেন নেহা। একদম ট্রাডিশ্যানাল পোশাকে পাওয়া গেল নেহা-রোহন জুটিকে। এই ভিডিয়োয় পঞ্জবি ঢোল-নাগাড়ার তালে জমিয়ে নাচতে দেখা গেল নেহা-রোহন ও তাদের পরিবারকে।
Read More
ডেঙ্গি আক্রান্ত প্রিন্স-যুবিকা

ডেঙ্গি আক্রান্ত প্রিন্স-যুবিকা

করোনার পর ডেঙ্গিতে আক্রান্ত টেলিভিশনের জনপ্রিয় তারকা প্রিন্স নরুলা এবং যুবিকা চৌধুরী। সোশ্যাল সাইটে পোস্ট শেয়ার করেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী। সম্প্রতি যুবিকা জানান, জেঙ্গিতে আক্রান্ত হওয়ার আগে তাঁদের উপর থাবা বসায় করোনা। কোভিডে আক্রান্ত হওয়ার পর বাড়ির মধ্যে ২১ দিন আইসোলেশনে ছিলেন তাঁরা। তবে তাঁরা দুজনেই উপসর্গবিহীন ছিলেন।
Read More
কোচবিহারের দিনহাটায় তৃণমূলের যুবশক্তি কর্মশালা

কোচবিহারের দিনহাটায় তৃণমূলের যুবশক্তি কর্মশালা

কোচবিহারের দিনহাটা ব্লকে আজ বাংলার যুবশক্তি কর্মশালা অনুষ্ঠিত হল। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলের যুব সদস্যদের সক্রিয় করে তুলতে এই কর্মসূচি বলে জানা গেছে। এদিনের দিনহাটা 2 নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কিসমত দশ গ্রামে বাংলার যুব শক্তির কর্মশালা।এই কর্মশালায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলার যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক ।উপস্থিত ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণু সরকার, জেলা যুব সহ-সভাপতি কুমার দেব মুখার্জি, জাকারিয়া হোসেন ,সাধারণ সম্পাদক অজয় রায়,ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সুকুমার বর্মন, সহ-সভাপতি তাপস দাস, দীপক ভট্টাচার্যী, দিনহাটা শহর ব্লক যুব সভানেত্রীমৌমিতা ভট্টাচার্যসহ পঞ্চায়েতের প্রধানগন, অঞ্চল সভাপতিগন ও গ্রাম পঞ্চায়েতের সদস্য ও সদস্যাগণ ।
Read More
সু-সংবাদ বাংলায় ডাক্তারি পড়ুয়াদের জন্য

সু-সংবাদ বাংলায় ডাক্তারি পড়ুয়াদের জন্য

ডাক্তারের অভাব রয়েছে বাংলাতে। এই সমস্যা বেশি করে প্রকট হয়েছে কোভিডের সময়ে। কেন্দ্রের কাছে রাজ্যের তরফে এমবিবিএস আসন বাড়ানো নিয়ে আবেদনও করা হয়েছিল। এই মর্মে মঙ্গলবার দুপুরে টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যে ডাক্তারি পড়ার আসন বেড়ে হবে চার হাজার। প্রতি বছরই রাজ্যের অনেক ডাক্তারি পড়ুয়াকে ভিন রাজ্যে পড়তে যেতে হয়। ফলে রাজ্যে আসন সংখ্যা বাড়ানো হলে সেই সমস্যা অনেকটাই লাঘব হবে। এদিন টুইট করে মুখ্যমন্ত্রী জানান, পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে এই প্রথম এমবিবিএস পড়ুয়াদের ব্যাচ শুরু হচ্ছে। প্রসঙ্গত, কয়েক দিন আগেই রাজ্যের স্বাস্থ্যক্ষেত্র আরও শক্তিশালী করার স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড হাসপাতালগুলিতে আরও নার্স নিযুক্ত করার নির্দেশ…
Read More
ফের শাহরুখ জাদুতে মাততে চলেছে বলিউড

ফের শাহরুখ জাদুতে মাততে চলেছে বলিউড

২০১৮-তে জিরোর পর নভেম্বর শেষে পরবর্তী ছবির শ্যুটিং শুরু করছেন শাহরুখ খান। বর্তমানে আমিরশাহিতে আছেন কিং খান। পরিচালক সিদ্ধার্থ আনন্দ ও প্রযোজক আদিত্য চোপড়ার এই ছবিতে হিরোইন দীপিকা পাড়ুকোন ও ভিলেনের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে। সিদ্ধার্থের আগের ছবি ওয়্যারের মতো এটিও হবে অ্যাকশন প্যাকড প্রতিহিংসার ছবি। পাঠানের লুকসে দেখা যাবে তাঁকে। অবসর শেষ। 
Read More
শ্রীলঙ্কার ক্রিকেট তারকা মুরলীধরনের বায়োপিক ছাড়লেন বিজয় সেতুপতি

শ্রীলঙ্কার ক্রিকেট তারকা মুরলীধরনের বায়োপিক ছাড়লেন বিজয় সেতুপতি

মুথাইয়া মুরলীধরনের বায়োপিকে অভিনয় করবেন না বিজয় সেতুপতি, একথা টুইটারে জানানোর পরও অভিনেতার নাবালিকা কন্যাকে ধর্ষণের হুমকি দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়। জুলাই মাসে শ্রীলঙ্কার ক্রিকেট তারকা মুরলীকে নিয়ে ‘৮০০’ নামক ছবি কথা ছিল পরিচালক শ্রীপতির। গত ১৩ অক্টোবর পোস্টার প্রকাশ্যে আসে। এরপর থেকেই তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয় অভিনেতাকে। এরপর বিজয় সেতুপতিকে মুরলীধরন প্রজেক্ট থেকে বেরিয়ে আসার অনুরোধ করে চিঠি টুইট করেন। বিজয় ছাড়ার কথা ক্যাপশনে জানালেও তারপরও সোশ্যাল মিডিয়ায় তাঁর নাবালিকা কন্যা শ্রীজাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়।
Read More