21
Oct
বাজারে এল কিয়া সেল্টোস অ্যানিভার্সারি এডিশন। কিয়া সেল্টোসের বর্ষপূর্তি উপলক্ষে কিয়া মোটর্স ইন্ডিয়া নিয়ে এসেছে এই কিয়া সেল্টোস অ্যানিভার্সারি এডিশন। কিয়া সেল্টোস অ্যানিভার্সারি এডিশনের বহির্ভাগে ও অভ্যন্তরে অনেক পরিবর্তন আনা হয়েছে। এই এডিশনে থাকছে ম্যানুয়াল ট্রান্সমিশনের জন্য রিমোট ইঞ্জিন স্টার্ট। সেইসঙ্গে গাড়িটির দৈর্ঘ্যও ৬০মিমি বাড়ান হয়েছে। কিয়া মোটর্স এই স্পেশাল এডিশন এনেছে সেল্টোসের দারুণ সাফল্য উদযাপনের জন্য। কিয়া সেল্টোস তাঁর ডিজাইন ও কোয়ালিটি দ্বারা ভারতের মিড-এসইউভি সেগমেন্টে আলোড়ন তুলেছে। একবছরেরও কম সময়ে কিয়া সেল্টোস ১ লক্ষ ইউনিট বিক্রয় হয়েছে। এই লিমিটেড এডিশন কিয়া সেল্টোস পাওয়া যাবে শুধু এইচটিএক্স ট্রিম ভার্সনে, যার দাম শুরু ১৩,৭৫,০০০ টাকা থেকে। সেল্টোস অ্যানিভার্সারি এডিশন পাওয়া…