Month: September 2020

শিলিগুড়িতে কংগ্রেসের দুই প্রাক্তন মেয়র পারিষদ বিজেপিতে

শিলিগুড়িতে কংগ্রেসের দুই প্রাক্তন মেয়র পারিষদ বিজেপিতে

হাতের জোর কমছে শিলিগুড়িতে! কেন্দ্রে কংগ্রেস নেতৃত্ব টালমাটাল, প্রভাব পড়েছে কংগ্রেসের নীচু স্তরের নেতা কর্মীদের । শিলিগুড়িতেও কংগ্রেসের দুই প্রাক্তন মেয়র পারিষদ বিজেপিতে যোগদান করলেন। শুক্রবার শিলিগুড়ির ভেনাস মোড়ে বিজেপি কার্যালয় জয়মনি ভবনে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেস ছেড়ে বিজেপি তে যোগ দান করলেন শিখা রায় ও রুমা নাথ। জানা গিয়েছে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতির উপস্থিতিতে শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ড এবং শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ডের  প্রাক্তন কাউন্সিলর তথা মেয়র পরিষদ কংগ্রেস নেত্রী শিখা রায় ও রুমা নাথ পদ্মফুলে যোগ দেয় । বিজেপি নেতা প্রবীণ আগরওয়াল কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা ওই দুই নেত্রীদের হাতে দলের পতাকা তুলে দিয়ে স্বাগত জানান ।বিজেপিতে এই…
Read More
কোচবিহারের বানেশ্বরে শিক্ষক দিবস পালন তৃণমূল কংগ্রেসের

কোচবিহারের বানেশ্বরে শিক্ষক দিবস পালন তৃণমূল কংগ্রেসের

কোচবিহারের বানেশ্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের দ্বারা আজ আয়োজিত হল শিক্ষক দিবস অনুষ্ঠান । করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ মনীষীর জন্মদিন পালিত হল ।সূত্রের খবর এই শিক্ষক দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ, তপশিলি জাতি উপজাতি দপ্তরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, বিধায়ক অর্ঘ্য রায় প্রধান, তৃণমূল জেলা যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক, অনুষ্ঠানের আহ্বায়ক জেলা পরিষদ সদস্য পরিমল বর্মন, সম্মানীয় শিক্ষকগণ সহ সর্বস্তরের নেতৃত্ব ।
Read More
কোভিড পরিস্থিতি নিয়ে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যের তিন স্বাস্থ্য অধিকর্তা

কোভিড পরিস্থিতি নিয়ে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যের তিন স্বাস্থ্য অধিকর্তা

আলিপুরদুয়ারে বর্তমানের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসলেন রাজ্য স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন। কিছুদিন আগেই খাবার না পেয়ে কোভিড হাসপাতাল থেকে কোভিড আক্রান্ত রোগী পালিয়ে যাওয়ার ব্যাপক শোরগোল পড়ে। বিরোধীদের অভিযোগ জেলার স্বাস্থ্য কর্তা ও প্রশাসনের গাফিলতিতে এরকম ঘটনা ঘটেছে । তাই আজ করোনা সংক্রান্ত বৈঠক করলেন রাজ্যের তিন স্বাস্থ্য কর্তা এবং জেলার স্বাস্থ্য কর্তারা। জানা গেছে এদিন বুধবার আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন‍্যাতে জেলাশাসক এবং জেলা স্বাস্থ্যদপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন রাজ‍্য স্বাস্থ্য অধিকর্তা ডঃ অজয় চক্রবর্তী,এন এইচ এম ডিরেক্টর সৌমিত্র মোহন এবং শিক্ষা অধিকর্তা ডঃ দেবাশীষ ভট্টাচার্য । এদিনের বৈঠক শেষে জেলা ডেপুটি সিএমওএইচ ডঃ সুবর্ণ গোস্বামী জানান,রাজ্য স্বাস্থ্য…
Read More
চালু হল সুলভ মূল্যে আলুর দোকান

চালু হল সুলভ মূল্যে আলুর দোকান

আলিপুরদুয়ারঃ বৃহস্পতিবার সকালে রাজ্যে প্রথম আলিপুরদুয়ার বড়বাজারে চালু হল সুলভ মূল্যে আলুর দোকান । সূত্রের খবর, বুধবার জেলার আলু ব্যাবসায়ী, এবং হিমঘর মালিক দের সঙ্গে আলিপুরদুয়ার পুলিশ প্রশাসনের করা একটি গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে নির্ধারন করা হয় প্রতি কেজি আলুর বিক্রয় মুল্য । ২৫ টাকা প্রতি কেজি আলি বিক্রি করা হবে বলেই চুরান্ত সিদ্ধান্ত নেওয়া হয় । আলু ব্যাবসায়ীরা জানান, বাজারে যে হারে আলুর দাম বেড়েছে তাতে সাধারন মানুষ বিপাকে পড়েছেন সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া । যদিও প্রাথমিক স্থরে এই ব্যবস্থা আলিপুরদুয়ারে চালু হয়েছে তবে পরবর্তিতে গোটা জেলার বাজারে এই একই ব্যাবস্থা চালু করা হবে । এছাড়াও জানা গিয়েছে, সুলভ…
Read More
ইসলামপুরে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ মিছিল

ইসলামপুরে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ মিছিল

বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে গণতন্ত্র বাঁচাও বিক্ষোভ কর্মসূচি পালন হলো ইসলামপুরে । এই দিন ইসলামপুরের বরহট এলাকা থেকে জাতীয় সড়ক হয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয় ।তাদের অভিযোগ সরকারের দ্বারা বরাদ্দ রেশন সাধারণ মানুষের কাছে সঠিক ভাবে পৌঁছচ্ছে না এবং তাদের দলের সদস্যদের অন্যায় ভাবে গ্রেফতার করা হচ্ছে । এছাড়াও চোপড়া, হেমতাবাদ, ইটাহারে বিভিন্ন ঘটনায় পুলিশি নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। তবে এই বিক্ষোভ মিছিল মহকুমা শাসকের দপ্তরে ঢোকার পূর্বেই ইসলামপুর থানার বিশাল পুলিশ তাদের আটকে দেয়। তবে কেউ তাদের দমাতে পারেনি পুলিশ তাদের আটকানোর পর তারা মাটিতে বসে বিক্ষোভে দেখানো শুরু করে ।…
Read More
ডুয়ার্সে করোনা রোগী ও পরিবারের পাশে  সিপিএমের রেড ভলান্টিয়ার

ডুয়ার্সে করোনা রোগী ও পরিবারের পাশে সিপিএমের রেড ভলান্টিয়ার

ডুয়ার্সের নাগরাকাটা জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তে করোনা আক্রান্তদের পরিবার ও রোগীর পাশে দাঁড়াচ্ছে সিপিএমের রেড ভলান্টিয়ার এর সদস্যরা। ডুয়ার্সের বিভিন্ন চা বাগানের প্রান্তিক এলাকায় যেখানেই করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলছে সেখানেই রোগীর সাহায্যে এগিয়ে আসছে রেড ভলান্টিয়ার।রোগীর প্রয়োজনীয় পথ্যই হোক কিংবা আক্রান্ত পরিবারের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সমস্ত কিছুই যথাসাধ্য পৌঁছে দিচ্ছে সদস্যরা। একাজের সঙ্গে যুক্ত কৌস্তভ ভট্টাচার্য জানিয়েছেন তাদের এই রেড ভলান্টিয়ার টিম প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় সামর্থ্য অনুযায়ী কাজ করে চলেছে।
Read More
দেশের কল্যাণে দান একশো কোটিরও বেশি ,প্রকাশ্যে এল তথ্য

দেশের কল্যাণে দান একশো কোটিরও বেশি ,প্রকাশ্যে এল তথ্য

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের কল্যাণে দান করেছেন একশো কোটিরও বেশি টাকা। আজ প্রকাশ্যে আনা হয় এই তথ্য। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় থেকে আজ পর্যন্ত নিজের আয়ের মোট ১৩০ কোটি টাকা দেশের কল্যাণের জন্য দান করেছেন বলে খবরে প্রকাশ।  দেশের মানুষের কল্যাণের স্বার্থে এর আগেও উপহার পাওয়া নানা সামগ্রী নিলামে তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি ‘পিএম কেয়ারস’- এ সবার প্রথম তিনিই ২.২৫ লক্ষ টাকা দান করেছিলেন।এবার প্রকাশ্যে আনা হল, তাঁর দানের তথ্য। নিজের সঞ্চয় ও উপহার নিলাম করে পাওয়া অর্থ থেকে এখনও পর্যন্ত ১০৩ কোটি টাকা তিনি দিয়েছেন দেশের মানুষের কল্যাণের স্বার্থে। সূত্রের খবর এমনটাই বলছে। যদিও এই ‘পিএম কেয়ারস’ ফান্ড…
Read More
শিক্ষারত্ন পুরস্কারে সম্মানিত হচ্ছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কান্তিলাল দাস

শিক্ষারত্ন পুরস্কারে সম্মানিত হচ্ছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কান্তিলাল দাস

এবারের শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কান্তিলাল দাস। প্রতিবছর রাজ্যসরকার এই সম্মানে ভূষিত করেন রাজ্যের প্রতিতযশা শিক্ষককে। উত্তরের শিক্ষায় বিশেষ অবদানের জন্য এই বছর শিক্ষারত্ন পুরস্কারে মনোনীত হয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক কান্তিলাল দাস মহাশয়। এই খবর ছড়িয়ে পড়তে অনুরাগী মহলে খুশির বার্তা ছড়িয়েছে এবং অধ্যাপক কে অভিনন্দন বার্তা জানিয়েছেন উত্তরের বিশিষ্টবর্গ। এজন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন কান্তিলাল বাবু তাঁকে এই সম্মানে ভূষিত করার জন্য। উল্লেখ্য প্রতিবছর শিক্ষক দিবসের দিন রাজ্যসরকার এই শিক্ষারত্ন পুরস্কার প্রদান করেন বাংলার বিশিষ্ট শিক্ষকদের।
Read More
সুশান্তের মৃত্যু মৃত্যু নাকি আত্মহত্যা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ ?

সুশান্তের মৃত্যু মৃত্যু নাকি আত্মহত্যা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ ?

সুশান্ত মামলায় আজ জানা যেতে পারে আসল রহস্য। এমনটাই দাবি করেছে এইমস। সুশান্তের মৃত্যু মৃত্যু নাকি আত্মহত্যা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলে উৎসুক নেটিজেনরা। উঠে আসতে পারে আরো চাঞ্চল্যকর কিছু! ৷ সুশান্তের শুধুই পরিবারই নয় তাঁর ভক্তরা অধীর আগ্রহে রিপোর্টের অপেক্ষা করছে ৷ অন্য এক তদন্তকারী সংস্থা সুশান্তের ময়না তদন্তের রিপোর্টের তদন্ত করছে ৷ সিবিআই সুশান্তে সিং রাজপুতের ময়না তদন্তের রিপোর্টের ফের তদন্ত করতে চারজন চিকিৎসকের একটি দল গঠন করেছে ৷ সেই দলই সুশান্তের রিপোর্টের বিস্তারিত তদন্ত করবে ৷ সুশান্তের মৃত্যুর পরে তাঁর যে ছবি ভাইরাল হয়েছিল সেই ছবিতেই নানান প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহল থেকে দাবিও উঠেছিল যে…
Read More
সুকনায় পথ দুর্ঘটনা ,জখম এক

সুকনায় পথ দুর্ঘটনা ,জখম এক

সুকনায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আশঙ্কাজনক এক। জানা গিয়েছে শুক্রবার দুপুরে সুকনায় শালবাড়ির কাছে এক ব্যক্তিগত মারুতি গাড়ির সঙ্গে তিনচাকার মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। মালবাহী ওই।তিনচাকার গাড়িটির সামনের দিকটি দুমড়ে মুচড়ে গিয়েছে। স্থানীয় সূত্রে খবর মালবাহী গাড়ির ড্রাইভার নেশাগ্রস্ত ছিল । এই ঘটনায় মালবাহী গাড়ির ড্রাইভার আশঙ্কাজনক অবস্থায় মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
Read More