07
Sep
প্রতীক্ষার অবসান ।অবশেষে চালু হচ্ছে হলদিবাড়ি-চিলাহাটি রেলপথ । ইন্দো -বাংলাদেশের এই রেলপথ আগামী বছর ২৬ মার্চ শুরু হতে চলছে । রেলপথ নির্মাণের কাজ।প্রায় শেষ । সূত্রের খবর কিছুদিন আগেই বাংলাদেশের এক প্রতিনিধি দল হলদিবাড়ি এসে দুদেশের রেল আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন । ১৯৬৫ সালে শেষবার চলে। পাক ভারত যুদ্ধের পর থমকে যায় এই এই পথে ট্রেন চলাচল। অবিভক্ত ভারতে তখন এই পথেই ট্রেন চলত ।এবার সেই পথ চালুর উদ্যোগ । কাজ চলছে দুই দেশের সীমান্তে রেলপথ জোড় দেওয়ার। সেই কাজও এখন শেষ পথে । এতে শিলিগুড়ি থেকে হলদিবাড়ি হয়ে বাংলাদেশের চিলাহাটি হয়ে কলকাতার দূরত্ব কমবে ।