09
Sep
কলকাতা: মেট্রো স্টেশনে থুতু ফেললেই জরিমানা ৫০০ টাকা। যাত্রীদের এই বিষয়ে সচেতন করতে মেট্রো স্টেশনের দেওয়ালে পোস্টার ঝোলানো হয়েছে। স্টেশনে নামার, ওঠার সিঁড়ি পরিস্কার করা হয়েছে, ঝকঝকে করা হয়েছে প্ল্যাটফর্ম, দেওয়াল, আসন। করোনা পরিস্থিতিতে যদি কেউ এর পরেও স্টেশন চত্বরে পানের পিক বা গুটখা বা থুতু ফেলে নোংরা করেন তাহলে তাকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। ইতিমধ্যেই মেট্রো স্টেশন পরিদর্শন সেরেছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী। বিভাগীয় প্রধানদের নিয়ে তিনি সরেজমিনে খতিয়ে দেখেন মেট্রো স্টেশনগুলির অবস্থা। স্টেশনে প্রবেশের সময় থাকছে হ্যান্ড স্যানিটাইজার টাব। প্রতি মেট্রো স্টেশনে মাত্র একটি গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে আর একটি গেট থাকছে যাত্রীদের বেরিয়ে…