Month: September 2020

বম্বে হাইকোর্টের নির্দেশে জয় পেলেন কঙ্গনা

বম্বে হাইকোর্টের নির্দেশে জয় পেলেন কঙ্গনা

মহারাষ্ট্র সরকার বনাম অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত লড়াইয়ের প্রথম রাউন্ডে বড় জয় পেলেন অভিনেত্রী। ভাঙা যাবে না কঙ্গনা রানাওয়াতের অফিস, বুধবার দুপুরে এমনই রায় দিল বম্বে হাইকোর্ট। কিন্তু ততক্ষণে পালি হিলস অবস্থিত কঙ্গনার মনিকর্নিকা ফিল্মসের অফিস ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বৃহন্মুম্বই।  মহারাষ্ট্র সরকারের সঙ্গে প্রকাশ্যে সংঘাতে জড়িয়েছেন কঙ্গনা। এর মাঝেই বুধবার বিএমসির তরফে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে কঙ্গনার অফিস। এই কাজ শুরু হতেই বম্বে হাইকোর্টে অভিযোগ করেন কঙ্গনা। এদিন নির্দিষ্ট সময় দুপুর পৌনে তিনটে নাগাদ মুম্বই এসে পৌঁছোলেন কঙ্গনা। বিমানবন্দরে কেন্দ্রীয় বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেই মায়ানগরীতে পৌঁছালেন কঙ্গনা। ছিল মুম্বই পুলিশের বাহিনীও। এদিন কঙ্গনাকে এয়ারপোর্টে কালো পতাকা দেখিয়ে বিরোধ প্রদর্শন করতে পৌঁছেছিল…
Read More
রনজি খেলার ডাক শিলিগুড়ির ছেলের

রনজি খেলার ডাক শিলিগুড়ির ছেলের

সিকিমের হয়ে রনজি খেলার ডাক পেল শিলিগুড়ির ছেলে । জানা গিয়েছে শিলিগুড়ির খালপাড়া এলাকার শাহবাজ আনোয়ার নামে এক তরুণ সিকিমের হয়ে রনজি খেলার ডাক পেয়েছে । সে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে খেলে । এই খবরে আপ্লুত শিলিগুড়ির ক্রিকেট প্রেমীরা। এর আগে শাহবাজ সিকিমের এক টুর্নামেন্টের খেলায় নজরকাড়া সাফল্য পায় । সেই পারফর্ম দেখেই সিকিম সরকারের তরফ থেকে রনজি খেলার ডাক আসে বলে জানা গেছে । জাতীয় ক্রিকেটে শিলিগুড়ি ইতিমধ্যে একটি মানচিত্র তৈরি করে ফেলেছে । জাতীয় খেলোয়াড় ঋদ্ধিমান সাহা দেশের হয়ে খেলছে, টেস্ট ক্রিকেটে একনম্বর উইকেট কিপার । এবার শাহবাজ আনোয়ার রনজিতে ডাক পাওয়ায় উৎসাহিত শিলিগুড়ির ক্রিকেট খেলোয়াড়রা ।মঙ্গলবার তাঁর বাড়িতে গিয়ে…
Read More
কলসেন্টারের আড়ালে ফ্রেন্ডশিপ ক্লাবের অবৈধ ব্যবসা, পুলিশি হানা

কলসেন্টারের আড়ালে ফ্রেন্ডশিপ ক্লাবের অবৈধ ব্যবসা, পুলিশি হানা

বর্ধমান রোডে এক কল সেন্টারে পুলিশি হানা । স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে আজ স্থানীয় খালপাড়া পুলিশ অভিযান চালায়। দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সঙ্গে উদ্ধার হয়েছে বেশ কিছু মোবাইল ফোন, ফোন নম্বরের তালিকা। অভিযোগ কল সেন্টারের আড়ালে যুবকদের ফোন করে ফাঁদে জড়িয়ে টাকা আদায় করে নিত এই চক্রটি । শিলিগুড়ি শহরে এই কলসেন্টার এর আড়ালে এরকম অবৈধ ব্যবসা জালের মতো বিস্তার ঘটছে বলে পুলিশের কাছে বিস্তর অভিযোগ জমা পড়েছে। এনিয়ে পুলিশ দ্রুত এরকম অবৈধ স্থানগুলোতে হানা দেবে বলে জানা গিয়েছে।
Read More
কঙ্গনা রানাউতের বিরূদ্ধে মুখ খুললো অভিনেত্রী নাগমা

কঙ্গনা রানাউতের বিরূদ্ধে মুখ খুললো অভিনেত্রী নাগমা

এবার কঙ্গনা রানাউতের বিরূদ্ধে কথা বললেন অভিনেত্রী নাগমা। তিনি বলেন তার মতে কঙ্গনা রানাউত বিশ্বের দরবারে মুম্বাইয়ের নাম নষ্ট করতে সহায়ক ভূমিকা পালন করছেন। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যে ভাবে কঙ্গনা নেপোটিসম এবং ড্রাগের কথা টেনে এনেছেন এবং ' অভ্যন্তরীণ এবং বহিরাগত' দের নিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন তা তিনি কোনো ভাবেই সমর্থন করেন না। সর্বশেষে মুম্বাইকে কঙ্গনা যেভাবে পাকিস্তানের সাথে তুলনা করেছেন তাতে তিনি একেবারেই খুশী নয়। অভিনেত্রী নাগমা কথা গুলি তার ভ্যারিফাইড টুইটার অ্যাকাউন্টে টুইট করে জানিয়েছে। টুইটের লেখা রয়েছে কঙ্গনারানৌত মহারাষ্ট্রের মুম্বাইয়ের নাম নষ্ট করছে। বিশ্বজুড়ে মুম্বই মহারাষ্টারের নামে মিথ্যা রটনা ছড়ানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন…
Read More
শিলিগুড়িতে স্বামীর বাড়ির সামনে ধর্ণায় স্ত্রী

শিলিগুড়িতে স্বামীর বাড়ির সামনে ধর্ণায় স্ত্রী

শিলিগুড়ি ঘোঘোমালীতে স্বামীর বাড়ির সামনে ধর্ণায় স্ত্রী । অভিযোগ স্ত্রী এবং শিশু সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় নির্যাতিতার স্বামী । এহেন অবস্থায় ন্যায্য অধিকারের দাবিতে স্বামীর বাড়ির সামনে ধর্ণায় বসে স্ত্রী । নির্যাতিতার অভিযোগ তার তার স্বামী তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না, শিশু সন্তানেরও ভরণপোষণ নিচ্ছে না । এরকম অসহায় অবস্থায় পড়ে অবশেষে ন্যায়ের দাবিতে স্বামীর বাড়ির সামনে রাত পর্যন্ত ধর্ণায় বসে থাকলেন স্ত্রী ও দশ মাসের শিশু সন্তান । ওই নির্যাতিতা মহিলার অভিযোগ স্বামী পুলিশ কর্মী হওয়ায় তাকে গ্রেপ্তার করছে না প্রশাসন । পুলিশকে বার বার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানিয়েছে নির্যাতিতার পরিবার । পরিবারের অভিযোগ, নির্যাতিতার…
Read More
আইসিইউতে ভর্তি ‘বালিকা বধূর’ অভিনেত্রী সুরেখা সিক্রি

আইসিইউতে ভর্তি ‘বালিকা বধূর’ অভিনেত্রী সুরেখা সিক্রি

মঙ্গলবার বিকেলে ব্রেন স্ট্রোক হয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী সুরেখা সিক্রি। অভিনেত্রীর এক সহকারী বিবেক সিধওয়ানি জানিয়েছেন যে এখন আইসিইইউতে রয়েছেন অভিনেত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, সুরেখা সিক্রির অবস্থায় ‘সঙ্কটজনক কিন্তু স্থিতিশীল’। আপাতত তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা। ৭৫-এর দোরগোড়ায় দারিয়ে দ্বিতীয়বার ব্রেন স্ট্রোকের ঘটনা নিঃসন্দেহে অভিনেত্রীর শরীর-স্বাস্থ্যের ক্ষেত্রে চিন্তার বিষয়। বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন সুরেখা। বড়পর্দা থেকে টেলিভিশন, সবেতেই কাজ করেছেন চুটিয়ে। পেয়েছেন জাতীয় পুরস্কারও। ‘বাধাই হো’ ছবিতে দর্শকদের নজর কেড়েছিল তাঁর সাবলীল অভিনয়। ২০১৮ সালে রিলিজ হয়েছিল ‘বাধাই হো’। নীনা গুপ্তা, গজরাজ চৌহান, আয়ুষ্মান খুরানা, সুরেখা সিক্রি, সান্যা মালহোত্রা ও আরও অনেক পরিচিত মুখদের নিয়ে তৈরি হয়েছিল…
Read More
শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে হানা আধিকারিকদের

শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে হানা আধিকারিকদের

শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট এর চম্পাসারি বাজারে হানা দিল কৃষি বিপণন বিভাগ, রেগুলেটেড মার্কেটের অধিকারী অনিল শর্মা , সহ এগ্রি কালচার বিভাগের আধিকারিকরা। সূত্রের খবর, বর্তমান করোনা পরিস্থিতিতে আলু ৩৫ থেকে ৪০ টাকা প্রতি কিলো বিক্রি হচ্ছে । সাধারণ মানুষের অভিযোগ আলুর কালোবাজারি হচ্ছে যার ফলে আলুর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আলুর এই কালাবাজারী রুখতেই এই দিন এই ব্যবস্থা গ্রহণ করা হয়। এই দিন আধিকারিকরা ব্যবসায়ী দের সাথে আলুর মূল্য সংক্রান্ত বিষয়ে এবং অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন । কত টাকায় আলু ক্রয় করে কত মূল্যে তা সাধারণ মানুষের কাছে বিক্রয় করা হচ্ছে সেই ব্যাপারে খোঁজ নেওয়া হয়। এ ছাড়াও এই…
Read More
চা পাতার ব্যাগ তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকান্ড

চা পাতার ব্যাগ তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকান্ড

জলপাইগুড়ি পাঙ্গা সাহেব বাড়ি নামক এলাকায় চা পাতার ব্যাগ তৈরির কারখানায় ছড়িয়ে পরলো বিধ্বংসী আগুন। আজ ভোর ৫ টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।জানা গিয়েছে, আজ ভোরে কারখানা থেকে কালো ধোঁয়া বেরতে দেখা গেলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি দমকল কেন্দ্রের তিনটি ইঞ্জিন, এবং নিয়ন্ত্রণে আনা হয় আগুন।কারখানার মালিক গৌতম কুমার দাস জানান, কারখানার সবই প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে।সকলের ধারনা শর্ট সার্কিটের কারনেই এই অগ্নিকান্ড। এই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
Read More
শিলিগুড়ি কলেজে ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ, সরব বিরোধী ছাত্রসংগঠন গুলি

শিলিগুড়ি কলেজে ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ, সরব বিরোধী ছাত্রসংগঠন গুলি

বিতর্ক পিছু ছাড়ছে না শিলিগুড়ি কলেজে! ভর্তির মেরিট লিস্টে "শিনচ্যান" বিতর্ক থামার পরেই ভর্তি দুর্নীতিতে আবার শিরোনামে । জানা গিয়েছে ভর্তি প্রক্রিয়ায় কলেজ কর্তৃপক্ষ যে নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ছাত্র ভর্তি নিচ্ছে কলেজ । কলেজে মেরিট লিস্ট প্রকাশের আগেই কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে ছাত্রছাত্রীদের অনার্স কোর্সে ভর্তি হতে হলে প্রথমে পাস কোর্সে ভর্তি হতে হবে । তারপর অনার্স কোর্সের তালিকায় নাম আসলে তখন ওই ছাত্র অনার্সে ভর্তি হবে । যারা পাস কোর্সে ভর্তি হবেনা তাদের কোনোমতেই অনার্স কোর্সএ ভর্তি নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেয় কলেজ । এই নির্দেশিকা নিয়েও বিতর্ক চলে । অভিযোগ…
Read More
জলপাইগুড়িতে পালিত হলো ফিট ইন্ডিয়া ফ্রিডম রান

জলপাইগুড়িতে পালিত হলো ফিট ইন্ডিয়া ফ্রিডম রান

বুধবার জলপাইগুড়িতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অ্যাথলেটিক জগতের খেলোয়াড়দের নিয়ে আয়োজিত হল ম‍্যারাথন দৌড় প্রতিযোগিতা‌। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একশোর ও বেশী খেলোয়াড় । এই প্রতিযোগিতার নেতৃত্বে দেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার জলপাইগুড়ি কেন্দ্রের ইনচার্জ ওয়াসিম আহমেদ। এই দিন এই দৌড় প্রতিযোগিতা শুরু হয় জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের সাই কমপ্লেক্স থেকে। খেলোয়াড়‌দের শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখেই তাদের উৎসাহ প্রদান করার জন্য সারা দেশ জুড়ে এই দিন টি পালন করা হয় বলেই জানায়স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার জলপাইগুড়ি কেন্দ্রের ইনচার্জ ওয়াসিম আহমেদ।
Read More