Month: September 2020

ভারী বৃষ্টির সম্ভাবনা চলবে টানা চারদিন

ভারী বৃষ্টির সম্ভাবনা চলবে টানা চারদিন

আলিপুর আবহাওয়া দফতরের আজকের পূর্বাভাসে খানিক স্বস্তি মিলেছে। সকালে খানিক মেঘ ঘনালেও বেলার দিকে ফের চড়চড়িয়ে রোদ উঠেছে। প্যাচপ্যাচে গরম থেকে রেহাই দিয়ে বিক্ষিপ্ত বৃষ্টি হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। সন্ধের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে শহর কলকাতায়। আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ থেকে টানা চারদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় হাল্কা-মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দুই দিনাজপুরেও। উত্তরবঙঅগের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে রবিবার অবধি টানা বৃষ্টি চলবে। আবহবিদেরা বলছেন, বর্ষায় একটি স্থায়ী নিম্নচাপ অক্ষরেখা বা মৌসুমি অক্ষরেখা তৈরি হয়। মাঝেমধ্যেই সেটি স্থান পরিবর্তন করে। এবার দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখার অবস্থান রয়েছে।
Read More
বিধায়ক সুজন চক্রবর্তীর গাড়িচালক করোনা আক্রান্ত

বিধায়ক সুজন চক্রবর্তীর গাড়িচালক করোনা আক্রান্ত

বিধানসভা অধিবেশনের আগেই কোয়ারেন্টাইনে গেলেন বাম বিধায়ক সুজন চক্রবর্তী। আগামী সাতদিন তিনি আইসোলেশনে থাকবেন। মঙ্গলবার টুইট করে জানান তাঁর গাড়িচালকের শরীরে করোনা ধরা পড়েছে। যদিও করোনা নেগেটিভ সুজন চক্রবর্তী। তবে যেহেতু তিনি তাঁর গাড়ি চালকের সংস্পর্শে এসেছিলেন তাই একেবারে সংক্রমনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে তিনি নিভৃতাবাসের পথ বেছে নিয়েছেন। এদিকে বাদল অধিবেশনের আগেই সমস্ত সাংসদ এবং তার পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক বলে ঘোষণাকরেছেন লোকসভার স্পিকার।
Read More
প্রয়াত কল্পনা চাওলার নামকরণ হল নতুন মহাকাশযানের

প্রয়াত কল্পনা চাওলার নামকরণ হল নতুন মহাকাশযানের

নর্থরপ গ্রাম্ম্যান সংস্থা জানিয়েছে, তাদের তৈরি প্রতিটি সিগনাস মহাকাশযান মহাকাশ গবেষণায় উল্লেখযোগ্য অবদানকারী ব্যক্তিদের নামে নামাঙ্কিত হয়। তাই প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী প্রয়াত কল্পনা চাওলার নামে আন্তর্জাতিক মহাকাশ মহাকাশ যানের নামকরণ করল নাসা। জানা গিয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর মহাকাশের পথে রওনা দেবে এস এস কল্পনা চাওলা। মহাকাশ যানটির নির্মাতা নর্থরপ গ্রাম্ম্যান সংস্থার তরফে টুইটারে ঘোষণা করা হয়েছে, ‘আজ আমরা নাসা-র প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা মহাকাশচারী কল্পনা চাওলাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। মানুষের মহাকাশ অভিযানে তাঁর অবদান সুদূরপ্রসারী। পরিচয় করিয়ে দিই আমাদের পরবর্তী সিগনাস মহাকাশযান এস এস কল্পনা চাওলার সঙ্গে।’ কার্নালে জন্ম হলেও পরবর্তীকালে আমেরিকার নাগরিক কল্পনা চাওলা ২০০৩ সালের ১৬ জানুয়ারি স্পেস…
Read More
ভোজপুরী র‍্যাপে অভিনেতা মনোজ বাজপেয়ী

ভোজপুরী র‍্যাপে অভিনেতা মনোজ বাজপেয়ী

অভিনেতা মনোজ বাজপেয়ীর সঙ্গে একেবারে নয়া পরিকল্পনায় পরিচালক অনুভব সিনহা তৈরি করলেন 'বাম্বাই মে কা বা' ভোজপুরী র‍্যাপ। গানটি মুক্তি পেল বুধবার। গানের ভিডিয়োটির এর পরই একেবারে অন্য লুকে মনোজ বাজপেয়ীর এনট্রি। মুম্বই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে একটি চেয়ারে বসে র‍্যাপ করছেন মনোজ। গানের কথায় শুরুতেই পরিযায়ী শ্রমিকদের রোজকার জীবনযুদ্ধ ও খাবার-বাসস্থানের জন্য হাহাকারের নানা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। নিজেদের গ্রাম, পরিবারকে ছেড়ে নতুন ও বড় শহর মুম্বইতে এসে যাঁরা রুজি রোজগার করেন তাঁদেরকে উৎসর্গ করেই এই গান তৈরি করা হয়েছে। গানের কথায় ফুটে উঠেছে রুটি-রুজির টানে কীভাবে পরিযায়ীরা নিজেদের প্রাণের সব কিছু ছেড়ে একেবারে অন্য অচেনা শহরে দিনের পর দিন…
Read More
ক্যান্সার নিয়েও  শামসেরার শ্যুটিং ফ্লোরে সঞ্জয়

ক্যান্সার নিয়েও শামসেরার শ্যুটিং ফ্লোরে সঞ্জয়

তাঁর স্টেজ ফোর ক্যান্সার ধরা পড়েছে কিছুদিন আগেই ৷ চলছে কেমোথেরাপি৷ আমেরিকার ভিসাও পেয়েছিলেন তিনি ৷ কিন্তু আপাতত তিনি রয়েছেন মুম্বইয়ে৷ সেখানে প্রথম দফার কেমোথেরাপি নিয়ে ফেলেছেন সঞ্জয় দত্ত৷ আর তারপরই ফিরলেন শ্যুটিং ফ্লোরে৷শামসেরার শ্যুটিং-এ দেখা মিলল সঞ্জুবাবার৷ তবে দু’দিনের সেই শ্যুটিং করেই ফের তিনি বিরতিতে চলে যাবেন৷ কাজের প্রতি রয়েছে সঞ্জয়ের অগাধ একাগ্রতা ৷ তাই বারেবারে তিনি ফিরে এসেছেন বলিউডে৷ নিজের কাজ দিয়ে প্রমাণ করেছেন তাঁর প্রতিভা৷ এবারও ক্যান্সারের অসহ্য যন্ত্রণার মঝে ছবির কাজ শেষ করতে তিনি এলেন শ্যুটিং-এ৷
Read More
পাহাড়ে টানা ভারী বৃষ্টিতে সেবকে ধ্বস

পাহাড়ে টানা ভারী বৃষ্টিতে সেবকে ধ্বস

দুদিনের টানা ভারী বৃষ্টিতে ধ্বস পাহাড়ের বিভিন্ন এলাকায় । গতকাল রাত থেকে মিরিক সহ পাহাড়ের বিভিন্ন স্থানে অবিরাম বৃষ্টির জেরে বহু এলাকায় ধস নেমেছে ।সূত্রের খবর সেবকে কালীমন্দিরের কাছে ভুমিধ্বস নামে। ফলে শিলিগুড়ি -সিকিম, কালিম্পঙ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যানবাহন বন্ধ হয়ে পড়েছে। ধ্বস নামানোর কাজ শুরু হয়েছে । এদিকে মিরিক মহকুমার পানিঘাটা দুধিয়াগামী রাস্তাতেও ধ্বস নামে । এর জেরে সকাল থেকেই দুধিয়াগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে রয়েছে । প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকেই শুরু হয়েছে রাস্তা পরিস্কারের কাজ । যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ।
Read More
মালদায় গ্রেপ্তার এক অবৈধ অনুপ্রবেশকারী

মালদায় গ্রেপ্তার এক অবৈধ অনুপ্রবেশকারী

মালদায় গ্রেপ্তার এক অনুপ্রবেশকারী। সূত্রের খবর কিছুদিন আগেই বাংলাদেশ থেকে এক অনুপ্রবেশকারী ইংরেজবাজারের যদুপুর গ্রামে ঢুকে আত্মগোপন করে ছিল। সেই মতো খবর ছিল পুলিশের কাছে আর সেই সূত্র ধরে সেই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশীকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে ধৃত ব্যক্তির নাম বাবু শেখ। পুলিশ জানতে পারে তার বাড়ি বাংলাদেশের যশোর জেলা এলাকায়। এদিন সকালে রবীন্দ্র ভবন সংলগ্ন গৌড়কন্যা বাস টার্মিনাস এলাকায় ঘোরাফেরা করছিল ওই যুবক । তাকে দেখে পুলিশের সন্দেহ হয় । এরপর জিজ্ঞাসাবাদ করতেই একের পর এক অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে ওই যুবক । পরে পুলিশে জেরায় বাংলাদেশী নাগরিকের কথা স্বীকার করে সে। পুলিশ জানিয়েছে , ধৃত ব্যক্তি প্রাথমিক…
Read More
স্কুল খোলার গাইডলাইন জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক

স্কুল খোলার গাইডলাইন জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক

স্বরাষ্ট্রমন্ত্রক স্কুল খোলার জন্য নয়া গাইডলাইন জারি করল৷ ২১ সেপ্টেম্বর থেকে স্কুল খুলবে ক্লাস ৯ থেকে ১২ অবধি ক্লাসের জন্য৷ কনটেইনমেন্ট জোনে নেই এমন স্কুলগুলি খোলারই শুধুমাত্র নির্দেশ দেওয়া হয়েছে৷ নিজেদের পাঠ্যক্রম থেকে যাতে পড়ুয়ারা পিছিয়ে না পড়ে আবার সুরক্ষাও যাতে বজায় থাকে সেই সবদিকেই রাখা হয়েছে নজর৷ MHA এক নির্দেশিকা জারি করল যাতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরস রয়েছে৷ যেভাবে হোক প্রত্যেক পড়ুয়ার মধ্যে অন্তত ৬ ফুটের দূরত্ব বজায় রাখতে হবে৷ বায়োমেট্রিক্স উপস্থিতি রেজিস্ট্রেশনের বদলে স্কুলগুলিতে যাতে অন্যভাবে উপস্থিতি নেওয়া হয় তার জন্যেও নির্দেশ দেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষদের৷ পড়ুয়াদের প্রত্যেককে মাস্ক ব্যবহার করতেই হবে৷ পাশাপাশি নিয়মিত ব্যবধানে সাবান দিয়ে হাত ধুতে…
Read More
শহরের নকল হ্যান্ড স্যানিটাইজার বাজেয়াপ্ত করল ইবি

শহরের নকল হ্যান্ড স্যানিটাইজার বাজেয়াপ্ত করল ইবি

কলকাতা: মঙ্গলবার বিকেলে তিলজলা থানা এলাকার তপসিয়া রোডে একটি কারখানায় হানা দেয় কলকাতা শহরের একটি কারখানায় হানা দিয়ে কয়েক হাজার নকল হ্যান্ড স্যানিটাইজার বাজেয়াপ্ত করল ইবি (ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ)৷ হিমালয় ও ডাবর কোম্পানির নামে তৈরি হচ্ছিল ওই স্যানিটাইজার৷ যা ব্যবহারে মানুষের হাতের সুরক্ষার পরিবর্তে ক্ষতি হতে পারে৷ ডাবর কোম্পানির নামে সাড়ে পাঁচ হাজারের বেশি হ্যান্ড স্যানিটাইজার এর বোতল৷ সাড়ে তিন হাজারের বেশি লেভেল দেওয়া খালি বোতল৷ আর ২৫ লিটার লিকুইড হ্যান্ড স্যানিটাইজার বাজেয়াপ্ত করেছেন ইবি র অফিসাররা৷ আর হিমালয় কোম্পানির লেভেল দেওয়া সাড়ে হাজারের বেশি ১০০ এমএল হ্যান্ড স্যানিটাইজার এর বোতল বাজেয়াপ্ত করা হয়৷ এছাড়া প্রায় সাড়ে চার হাজার লেভেল দেওয়া খালি…
Read More
পঞ্চানন বর্মার প্রয়াণ দিবসে রক্তদান শিবি রের আয়োজন স্বেচ্ছাসেবী সংগঠনের

পঞ্চানন বর্মার প্রয়াণ দিবসে রক্তদান শিবি রের আয়োজন স্বেচ্ছাসেবী সংগঠনের

উত্তরে সাড়ম্বরে পালিত হচ্ছে রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস। এই করোনা পরিস্থিতিতে সামাজিক স্বাস্থ্যবিধি বজায় রেখে সমাজ সংস্কারক, উত্তরের বিখ্যাত সমাজসেবক মনীষী পঞ্চানন বর্মার ৮৬ তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিশিষ্ট নেতা, মন্ত্রী এবং সাধারণ মানুষরা। কোচবিহারে পার্থপ্রতিম রায় , উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সহ বিশিষ্ট নেতারা রাজবংশী জাতির জনককে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই বিশিষ্ট দিনটিতে আজ ধুপগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান শিবির আয়োজন করে । সঙ্গে দু:স্থ মেধাবী ছাত্রছাত্রীদের পুষ্পস্তবক ও ফুল দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় বলে জানা গিয়েছে।
Read More