Month: September 2020

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আয়োজিত হল বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আয়োজিত হল বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি'র ৭০ তম জন্মদিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করলো পুরাতন মালদার বিজেপির নগর মণ্ডল কমিটির সদস্যরা। বৃহস্পতিবার বিশ্বকর্মা পুজোর দিন পুরাতন মালদার বিজেপির নগর মণ্ডল কমিটির সদস্যরা বেশ কয়েকটি এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে বিভিন্ন ধরনের সামাজিক গঠনমূলক কর্মসূচির আয়োজন করেন। এই কর্মসূচি গুলির মধ্যে ছিল চারাগাছ বিলি এবং বৃক্ষরোপণ কর্মসূচি। এছাড়াও এই দিন বিনামূল্যে মাক্স এবং স্যানিটাইজার বিলি করা হয়। বিজেপির পুরাতন মালদার নগর মণ্ডল কমিটির সভাপতি  শ্যামসুন্দর ভট্টাচার্য বলেন, পুরাতন মালদা পুরসভার ৭,৮ এবং ১৯ নম্বর ওয়ার্ডের মণ্ডল কমিটির সদস্যদের যৌথ উদ্যোগে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 70 তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। সেই…
Read More
দিল্লির হিংসার ঘটনায় দীর্ঘ চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ

দিল্লির হিংসার ঘটনায় দীর্ঘ চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ

বুধবার দিল্লির হিংসার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা উল্লেখ করে ১৭৫০০ পাতার দীর্ঘ চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ। পূর্ব দিল্লির কারকারডোমা আদালতে পেশ করা হয়েছে এই চার্জশিট। এই চার্জশিটে মূলত সেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে যারা দাঙ্গার সময় ২৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হিংসার ঘটনায় ইন্ধন জুগিয়েছিল। চার্জশিটের সঙ্গে পুলিশ ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত হোয়াটসঅ্যাপ চ্যাট যুক্ত করেছে। এই দীর্ঘ চার্জশিটে উল্লেখ রয়েছে ৭৪৭ জন সাক্ষীর বয়ান। প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে হঠাৎই দিল্লিতে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ে। নাগরিকত্ব আইনের বিরোধিতা করে এই হিংসা ছড়িয়েছিল বলে দাবি করেছিল একপক্ষ। পুরো ঘটনায় মৃত্যু হয় ৫৩ জনের।
Read More
নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া নজরে বচ্চন বাংলো

নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া নজরে বচ্চন বাংলো

মাদকাশক্তির বিরোধিতায় দুই শিবিরে ভাগ হয়ে গিয়েছে বলিউড। বলিউডের মাদক যোগ নিয়ে মুখ খুলে বিপাকে অভিনেত্রী-সাংসদ জয়া বচ্চন। ফলে, প্রবীণ জয়ার নিরাপত্তা সুনিশ্চিত করতে তাই বচ্চন বাংলোর বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জয়ার দাবি, আদতে এভাবে বলিউডের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত চলছে। এর পরেই মুম্বই পুলিশ তাঁদের জুহুর ‘জলসা’ বাংলোর বাইরে কড়া প্রহরার বন্দোবস্ত করে। জয়া আরও বলেন, “মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির গায়ে অযথা কালি ছেটানো হচ্ছে”। বলিউডের আরেক অভিনেত্রী এবং বিজেপি সাংসদ হেমা মালিনী জয়াকে সমর্থন করেছেন। তাঁর মতে, মাদক বা স্বজনপোষণ নীচু করতে পারবে না বলিউডকে। তিনি বলেন, ‘আমি এই ইন্ডাস্ট্রিতে এসে নাম, সম্মান, খ্যাতি পেয়েছি। তাই আমার কাছে…
Read More
আগামী ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালন করছে এবিভিপি

আগামী ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালন করছে এবিভিপি

ইসলামপুরের তাপস-রাজেশের মৃত্যু দিবসে সারা রাজ্যে "বাংলাভাষা দিবস" পালনের সিদ্ধান্ত নিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থীব পরিষদ। উল্লেখ্য বিগত বছর দুয়েক আগে ২০ সেপ্টেম্বরে দারিভিট গ্রামে স্কুলে শিক্ষক চেয়ে আন্দোলন করে। অভিযোগ সেই প্রতিবাদ আন্দোলনে পুলিশের গুলিতে রাজেশ বর্মন , তাপস সরকার সহ তিন জন ছাত্র প্রাণ হারান। শিক্ষাঙ্গনে পুলিশের গুলি চালনার ঘটনায় এবিভিপি প্রথম থেকেই বিরোধ করেছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সর্বভারতীয় নেতা সপ্তর্ষি সরকার জানিয়েছেন পশ্চিমবঙ্গে দলদাস পুলিশের গুলিতে নিরীহ তাপস রাজেশের হত্যার প্রতিবাদে তারা সারা রাজ্য জুড়ে "বাংলাভাষা দিবস" পালনের কর্মসূচি নিয়েছে। সূত্রের খবর দারিভিটের ওই স্কুলে বাংলার শিক্ষক চেয়ে ওই তিন ছাত্ররা প্রাণ দেওয়ায় এবিভিপি র এই সিদ্ধান্ত…
Read More
নিউটাউনের আইনজীবী খুনের ঘটনায় অনিন্দিতাকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি

নিউটাউনের আইনজীবী খুনের ঘটনায় অনিন্দিতাকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি

নিউটাউনের আইনজীবী রজতকুমার দে-র খুনের ঘটনায় তাঁর স্ত্রী অনিন্দিতাকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি শোনাল বারাসাত আদালতের তৃতীয় ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক সুজিত কুমার ঝাঁ। বিচারক জানান, “দোষীর শিক্ষাগত যোগ্যতা দেখে তাঁকে সর্বচ্চো শাস্তি না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে”। গত প্রায় সাত মাস ধরে চলা বিচার প্রক্রিয়ায় বিশেষ সরকারি আইনজীবী ছিলেন বিভাস চট্টোপাধ্যায়। বিচারক সবদিক খতিয়ে দেখে জানান, ময়না তদন্তের রিপোর্ট প্রমাণ করে মোবাইলের চার্জার গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছিল রজতকে। রজতের মাথার দু’পাশে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টে। অভিযুক্তের মোবাইল থেকে উদ্ধার একের পর এক হোয়াটসঅ্যাপ মেসেজকে প্রমাণ হিসাবে গ্রহণ করে বিচারক অভিযুক্তকে দোষী ঘোষণা করে…
Read More
তৃণমূলে ফিরতে চলেছে মুকুল রায়?

তৃণমূলে ফিরতে চলেছে মুকুল রায়?

ক্রমশই কি ব্যবধান বাড়ছে বিজেপির সঙ্গে? পদ্ম ছেড়ে কি তৃণমূলে ফিরছেন মুকুল রায়? এমনই সম্ভাবনার দাবি করেছে রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞমহল। রাজ্যের রাজ্যসভাপতির সঙ্গে বিভিন্ন বিষয়ে অমিল মুকুল রায়কে ক্রমশ রাজ্য বিজেপি রাজনীতিতে একঘরে হয়ে পড়ছে। রাজ্যের বিজেপির একাধিক ইস্যু নিয়ে দ্বিমত দেখা গেছে মুকুল এবং দিলীপ ঘোষের গোষ্ঠীর সঙ্গে । নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনায় চার্জশিট দাখিলের প্রসঙ্গেই জন্ম নিয়েছে এই জল্পনা।গেরুয়া শিবিরের পক্ষ থেকে সরাসরি কোন মন্তব্য না করলেও শীর্ষ নেতৃত্বের ইঙ্গিত মুকুলের প্রতি ক্রমেই মনোভাব নরম করছে তৃণমূল। তাই চার্জশিটে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নাম অভিযুক্ত হিসেবে থাকলেও তাতে মুকুলের নাম নেই। মুকুলের নাম…
Read More
কাজ নেই বাংলায়, করোনার আতঙ্ক নিয়েই আবার বাইরে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা

কাজ নেই বাংলায়, করোনার আতঙ্ক নিয়েই আবার বাইরে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা

করোনার আতঙ্ক থেকে বাঁচার জন্য ঘরমুখো হয়েছিল রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। হাতের কাজ ছেড়ে শুধু বাঁচার তাগিদ নিয়ে দীর্ঘ হাজার মাইল পথ হেটে অনেক কষ্টে ফিরেছিল বাড়ি ওরা। কিন্তু বাড়ি ফিরে আরো সমস্যায় শ্রমিকরা। রাজ্যে কাজ না পেয়ে একরকম চরম কষ্টের সম্মূখীন। বাধ্য হয়ে আবার পুরোনো ঠিকানায় ফিরছে ওরা। স্বয়ং মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে স্বীকার করে নিয়েছেন যে বাইরে থেকে ঘরে ফেরা শ্রমিকদের সবাইকে কাজ দিতে পারে নি এই করোনা অতিমারীর সময়কালে। তাই বাধ্য হয়ে করোনার ভয়কে নিয়ে আবার দুটো অন্নেরর খোঁজে ফিরছে কেরালা, গুজরাট, ব্যাঙ্গালোরে। সূত্রের খবর অন্ডাল, বাগডোগরা বিমানবন্দরে বিগত এক সপ্তাহ ধরে বিমানগুলিতে কোনো আসন ফাঁকা থাকেনি। এই করোনাকালীন…
Read More
শিলিগুড়ি পুর নিগমের সামনে বিক্ষোভ পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির

শিলিগুড়ি পুর নিগমের সামনে বিক্ষোভ পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির

বিধবা ভাতা,বার্ধক্য ভাতা সহ একাধিক দাবিতে শিলিগুড়ি পুর নিগমের সামনে বিক্ষোভ করে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির দার্জিলিং জেলা কমিটির। বিগত চারপাঁচ মাস ধরে শিলিগুড়ির বস্তি এলাকার মানুষরা জমির পাট্টা, পানীয় জল, বার্ধক্য এবং বিধবা ভাতা পাচ্ছে না এই দাবি নিয়ে শিলিগুড়ি পুরনিগম অভিযান করে তারা। জানা গেছে সমিতির সদস্যরা তাদের বিভিন্ন দাবিদাওয়া লিখিত আকারে পুরনিগমের প্রশাসক অশোক ভট্টাচার্যের হাতে তুলে দেওয়া দেন । সূত্রের খবর সমিতির পক্ষ থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিলিগুড়ি পুরনিগমের সামনে পৌঁছায় । সেখানে সংগঠনের সদস্যরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ দেখান ।সংগঠনের সভাপতি দিলীপ সিং জানান, গরীব মানুষদের স্বার্থে…
Read More
প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মরণসভার আয়োজন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের

প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মরণসভার আয়োজন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের

দেশের প্রাক্তন রাষ্ট্রপতি "ভারতরত্ন" প্রণব মুখার্জির প্রয়াণে স্মরণসভা আয়োজন করল জলপাইগুড়ি জেলা কংগ্রেস । জানা গিয়েছে রাজগঞ্জে এদিন কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রনব বাবুর প্রয়াণে স্মরনে শোকসভার আয়োজিত হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সভাপতি নির্মল ঘোষদস্তিদার সহ দলের অন্যান্য নেতৃত্বরা । এর পাশাপাশি রাজগঞ্জের পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন দল থেকে প্রায় দুশো পরিবার কংগ্রেসে যোগদান করেন । এদিন দলে যোগদানকারী মানুষদের হাতে কংগ্রেসের জাতীয় পতাকা ধরিয়ে দলে স্বাগত জানান কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার । কংগ্রেস সভাপতি জানিয়েছেন যে রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসিকাটা , আমবাড়ি, ফুলবাড়ি এলাকার দুশোরও বেশি মানুষ বিজেপি , তৃণমূল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করে। এতে জলপাইগুড়িতে কংগ্রেসের…
Read More
পুজোর আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুজোর আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: সনাতন ধর্মের দরিদ্র ব্রাক্ষণদের মাসে এক হাজার টাকা সাম্মানিক এবং তাদের বাংলা আবাস যোজনায় ঘর করে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী বলেন, সনাতন ধর্মের ব্রাক্ষণদের মধ্যে অনেকেই আছেন অতি দরিদ্র সাহায্যের আবেদন আসে। তাদের আবেদনের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রতি মাসে এক হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে৷ পুজোর মাস থেকেই মিলতে পারে এই সাম্মানিক৷ তাদের জন্য কোলাঘাটে একটি জমি দেওয়া হয়েছে৷ সেখানে সনাতনী ধর্মের একটি তীর্থস্থান গড়ে উঠবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এবার ভোটের কথা মাথায় রেখে এই সমস্ত মানুষদের পাশেও দাঁড়ালেন মুখ্যমন্ত্রী।
Read More