19
Sep
ভারতের প্রথম স্মার্ট ইলেক্ট্রিক টু-হুইলার নির্মাতা অ্যাথার এনার্জি তাদের ১২৫সিসি ক্যাটাগরির ফ্ল্যাগশিপ স্কুটার অ্যাথার ৪৫০এক্স ডেলিভারি শুরু করতে চলেছে নভেম্বর থেকে। অ্যাথার জানিয়েছে, ২০২১-এর প্রথম ত্রৈমাসিক নাগাদ তাদের অ্যাথার ৪৫০এক্স স্কুটার দেশের দশটি শহরের রাস্তায় দেখা যাবে। শহরগুলি হল বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বই, পুণে, দিল্লি, আহ্মেদাবাদ, কোচি, কলকাতা ও কোয়েম্বাটর। বেঙ্গালুরু ও চেন্নাই থেকে শুরু করে পর্যায়ক্রমে ডেলিভারি দেওয়া হবে। অ্যাথার এনার্জির কো-ফাউন্ডার ও সিইও, তরুণ মেহ্তা জানান, প্যান্ডেমিকের কারণে তাদের কয়েকমাস দেরি হয়ে গেলেও তারা পরিকল্পনামাফিক কাজে ফিরে এসেছেন। ডিলার নেটওয়ার্ক ও অ্যাথার গ্রিড পয়েন্ট বিষয়ে খুবই শীঘ্র আরও তথ্য জানান হবে। গ্রাহকরা যাতে এই স্কুটারের অভিজ্ঞতা নিতে পারেন…