Month: September 2020

অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বায়োপিক

অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বায়োপিক

সুশান্ত সিং রাজপুত মামলা নজর কেড়েছে আন্তর্জাতিক মিডিয়ারও। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বলিউডের মাদকযোগ নিয়ে চলা গোটা কাণ্ডের সূত্রপাত রিয়ার ড্রাগ চ্যাট নিয়ে, আর এই মুহূর্তে রিয়ার বায়োপিক তৈরির পরিকল্পনা করছে বলিউড। দ্রুতই রিয়ার জীবন নিয়ে একটি ডকুমেন্ট্রি তৈরির কথা ভাবা হচ্ছে। এছাড়াও এক বৃহত্ প্রকাশনা সংস্থা চাইছে রিয়া কলমবন্দি করুক নিজের জীবনী। 
Read More
সুশান্ত সিং রাজপুতকে নিয়ে প্রশ্ন করলেন অমিতাভ

সুশান্ত সিং রাজপুতকে নিয়ে প্রশ্ন করলেন অমিতাভ

সুশান্ত সিংকে নিয়ে এবার মুখ খুললেন বিগ বি। অবশেষে সুশান্ত সিংয়ের মৃত্যু এবং তাকে নিয়ে যে চর্চা, শোরগোল সে নিয়ে মুখ খুললেন অমিতাভ বচ্চন। এবার সুশান্ত সিং রাজপুতকে নিয়ে প্রশ্ন করলেন অমিতাভ৷ সুশান্তকে নিয়ে এবং পরবর্তীতে সুশান্তের মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত ছবি দিল বেচারা নিয়েও প্রশ্ন ছুড়ে দিলেন অমিতাভ৷ তবে কোনও রকম বিতর্ক তৈরি করতে এই প্রশ্ন করেননি বিগ বি৷ তিনি এমনিতেই বিতর্ক এড়িয়ে যেতে পছন্দ করেন৷ কখনও কোনও বিতর্কিত বিষয় নিয়ে মুখ খোলেন না বলিউডের শাহেনশা৷ এবারও সুশান্ত সিং-এর মৃত্যু ও তার সঙ্গে উঠে আসা বলিউডের ড্রাগস মামলা নিয়ে একেবার চুপ অমিতাভ৷
Read More
পুণে ফিল্ম ইনস্টিটিউট  সোসাইটির নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হলেন পরিচালক ও প্রযোজক শেখর কাপুর

পুণে ফিল্ম ইনস্টিটিউট সোসাইটির নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হলেন পরিচালক ও প্রযোজক শেখর কাপুর

ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তথা পুণে ফিল্ম ইনস্টিটিউট  সোসাইটির নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হলেন পরিচালক ও প্রযোজক শেখর কাপুর। এর পাশাপাশি FTII-এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানও হলেন শেখর। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বরাবরই আলাদা জায়গা করে রেখেছেন শেখর কাপুর ৷ তার প্রত্যেকটি ছবিই অন্যান্য পরিচালকের ছবি থেকে এতটাই পৃথক যে, ছবির দুনিয়ার নিজের এক ঘরানা বানিয়ে ফেলেছিলেন শেখর ৷ সিনেমায় শেখর কাপুরের কেরিয়ার শুরু জান হাজির হ্যায় সিনেমা দিয়েই ৷ তবে ১৯৮৩ সালে মুক্তি পাওয়া মাসুম ছবি তাঁকে স্পটলাইটে নিয়ে আসে ৷ মাসুম ছবির হাত ধরেই বলিউডে আলাদা পরিচয় পান শেখর কাপুর ৷ এরপর আর পিছনে ফিরে তাকারে হয়নি শেখর…
Read More
চাবাগানে বোনাস নিয়ে আন্দোলন চলছেই

চাবাগানে বোনাস নিয়ে আন্দোলন চলছেই

বোনাস নিয়ে আন্দোলন অব্যাহত ডুয়ার্সের চা-বাগানে। ১৪% বোনাসের দাবীতে সোমবার আলিপুরদুয়ার জেলার চিঞ্চুলা চা-বাগানের শ্রমিকরা আন্দোলনের নামে।এই আন্দোলনকে সমর্থন করেছে বিজেপির চা বাগান শ্রমিক সংগঠন বিটিডাব্লুইউ। সোমবারের পর মঙ্গলবার একই ইস্যুতে বিজেপির পাশপাশি চিঞ্চুলার আউট ডিভিশন গাঙ্গুটিয়া চা-বাগানে আন্দোলনে নামলো সব কয়টি শ্রমিক সংগঠন। ডান-বাম-বিজেপির শ্রমিক সংগঠনগুলি এদিন ১৪% বোনাসের দাবীতে গেট মিটিং করে গাঙ্গুটিয়ায়। আন্দোলনকারী চা-শ্রমিকেরা জানান, এবারের বোনাস বৈঠকে চা-শ্রমিকদের জন্য ২০% হারে বোনাস দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কিন্তু চিঞ্চুলা-গাঙ্গুটিয়া চা-বাগানকে রুগ্ন চা-বাগান হিসেবে চিহ্নিত করে, এবছর শুধুমাত্র ১.৫% বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। এবার ১.৫% বৃদ্ধি করে ১৪% হারে বোনাস দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু চিঞ্চুলা এবং…
Read More
স্থায়ীকরনের দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের  কৃষি দপ্তরের কন্ট্রাক্টচুয়াল কর্মীরা

স্থায়ীকরনের দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের কৃষি দপ্তরের কন্ট্রাক্টচুয়াল কর্মীরা

কোচবিহার জেলার কৃষিদপ্তরের অধীনস্ত মাটিপরীক্ষার কাজে যুক্ত ১৩৩ জন আংশিককর্মীর দীর্ঘ দশমাস ধরে কর্মহীন । মাটি পরীক্ষার কাজে নিযুক্ত এই কন্ট্রাকচুয়াল কর্মীরা দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করলে গত জানুয়ারি মাস থেকে কর্মহীন অবস্থায় রয়েছে। এই অবস্থায় তাদের পুনরায় কাজে নিয়োগের দাবিতে এবং স্থায়ীকরনের দাবিতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মুখমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন। জানা গেছে কোচবিহার জেলার কৃষি দপ্তরের মাটি পরীক্ষার কাজে রীতিমত ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে মোট ১৩৩ জন কর্মচারী যোগ দেয়। কিন্তু একাজে তাদের প্রতিবছর তাদের রিনিউ করতে হত। দীর্ঘ পাঁচ বছর ধরে একাজ করলেও গত জানুয়ারি মাসে করোনার প্রেক্ষাপটে এখনো তারা এবছরের নিয়োগপত্র পায়নি।এতেই সমস্যায় পড়েছে একাজের সঙ্গে যুক্ত…
Read More
‘গ্যাংরেপ’ হওয়া মৃতার শরীর পরিবারকে না দিয়েই সৎকার

‘গ্যাংরেপ’ হওয়া মৃতার শরীর পরিবারকে না দিয়েই সৎকার

উত্তরপ্রদেশের হাতরসের ঘটনা আরও নিন্দনীয় মোড় নিল৷ গণধর্ষণের শিকার হওয়া নির্যাতিতা দিল্লিতেই হাসপাতালে মঙ্গলবার মারা যায় ৷ দিল্লি থেকে শবদেহ আসার পর তা মেয়েটির পরিবারের হাতে না তুলে দিয়ে নিজেরাই ধর্মীয় রীতি মেনে শেষকৃত্য করে দিল! পুলিশের এই পদক্ষেপে পরিবার এমনকি তাঁর গ্রামের মানুষ অত্যন্ত ক্ষুব্ধ৷ পাশাপাশি সংবাদমাধ্যমকেও সেই শেষকৃত্যের সংবাদ নেওয়া থেকে বিরত করা হয় ৷ শুধু সংবাদ পরিবেশনে বাধাদান করা হয় তাই নয়, একইসঙ্গে তাদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয় বলে অভিযোগ। ৷ এর আগে যখন শবদেহ গ্রামে পৌঁছয় তখন পরিজনদের হাতে মৃতদেহ তুলে নাা দেওয়ায় তাঁরা অ্যাম্বুলেন্সের সামনে শুয়ে প্রতিবাদ করেন৷ এসডিএমের বিরুদ্ধে পরিবারের মানুষদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ…
Read More
ক্যানেলের জলে তলিয়ে গেল কিশোর

ক্যানেলের জলে তলিয়ে গেল কিশোর

স্নান করতে গিয়ে তলিয়ে গেল বছর এগারোর এক কিশোর।জানা গিয়েছে ওই কিশোরের নাম মহম্মদ রাহুল। ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার লালগঞ্জে। স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার রাহুল নামে ওই ছেলেটি কয়েকজন বন্ধু মিলে ক্যানেলের জলে স্নান করতে যায়। ক্যানেলের জলে স্রোত বেশি থাকায় ভেসে যায় মহম্মদ রাহুল। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা অনেক খোঁজাখুঁজির পরও না মেলায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের সঙ্গে সঙ্গে ডুবুরি ও বোট নামানো হয় ক্যানেলের জলে। পুলিস সূত্রে জানা গেছে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । কিশোরের মৃত্যুতে শোকের ছায়া লালগঞ্জ অঞ্চলে।
Read More
চিঁড়ের ওপর অতিক্ষুদ্র নেতাজীর ছবি এঁকে রেকর্ড গড়ল হলদিবাড়ির নবনীতা দাস

চিঁড়ের ওপর অতিক্ষুদ্র নেতাজীর ছবি এঁকে রেকর্ড গড়ল হলদিবাড়ির নবনীতা দাস

চিঁড়ের ওপর অতিক্ষুদ্র নেতাজীর ছবি এঁকে রেকর্ড গড়ল হলদিবাড়ির নবনীতা দাস । জানা গেছে এই ক্ষুদ্র ছবি আঁকতে তার সময় লেগেছে মাত্র আড়াই মিনিট। মাইক্রো আর্টিস্ট নবনীতা দাসের এই কাজ ইন্ডিয়া বুক অফ রেকর্ড এ মনোনীত হয়েছে। ছোট থেকে ছবি আঁকছে হলদিবাড়ির বাসিন্দা নবনীতা দাস। নবনীতা দাস জানিয়েছে এর আগেও সে অনেক ছবি এঁকেছে। চিঁড়ের ওপর এই ধরনের চেষ্টা তার প্রথম। এই ছবিটি এঁকে নবনীতা ২৬ সেপ্টেম্বর ইন্ডিয়া বুক অফ রেকর্ডে পাঠায়। সেখানে মনোনীত হয় ছবিটি। এই সাফল্যে খুশি নবনীতা ও তার পরিবার। ভবিষ্যতে আরো বড় শিল্পী হতে চায় নবনীতা।
Read More
শিলান্যাস হল জলপাইগুড়ি মেডিকেল কলেজের

শিলান্যাস হল জলপাইগুড়ি মেডিকেল কলেজের

জলপাইগুড়িতে প্রস্তাবিত স্থানে শিলান্যাস হল মেডিকেল কলেজের। আজ উত্তরকন্যা থেকে মুখ্যমন্ত্রী রিমোট কন্ট্রোলের সাহায্যে মেডিকেল কলেজের শিলান্যাস করলেন । জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের বিপরীত দিকের জমিতে শিলান্যাস এই অনুষ্ঠান হয় । এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, টি ডাইরেক্টরটের ভাইস চেয়ারম্যান কৃষ্ণ কুমার কল্যাণী জলপাইগুড়ির জেলাশাসক অভিষেক তেওয়ারি, জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্র নাথ প্রামানিক প্রমুখ । শিলান্যাস অনুষ্ঠানে বিজেপির সাংসদকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ। এই বিষয়ে গৌতম দেব বলেন, " ওদের ভূমিকা মানুষ দেখতে পাচ্ছেন। ওদের সম্পর্কে কিছু বলতে চাই না।
Read More
শীতলকুচিতে যুব তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে জেলা যুব সভাপতি

শীতলকুচিতে যুব তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে জেলা যুব সভাপতি

আগামী বিধানসভা ভোটকে লক্ষ রেখে কোচবিহারে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এদিন শীতলকুচিতে দলীয় যুবকর্মীদের হাতেকলমে ভোট-প্রারম্ভিক কাজকর্মের তদারকি এবং প্রশিক্ষণ দিলেন কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক । এদিনের এই আলোচনা সভা ও কর্মসূচিতে অংশ নেয় শীতলকুচি ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটির সদস্যরা ।হাতে গোনা মাত্র আট-নয়মাস মাত্র। তারপরই আগামী বিধানসভা সভা নির্বাচনের দিনক্ষন ঘোষণার সম্ভাবনা রাজ্যে। আর এই বিধানসভা নির্বাচনে নিয়ে রাজ্যজুড়ে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলার যুবসমাজকে কাছে টানছে তৃণমূল। জেলার যুব সভাপতি অভিজিৎ দে জানিয়েছেন সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হয়েছে কোচবিহার জেলার ব্লক ও…
Read More