28
Jul
করোনা পরিস্থিতিতে যারা বেসরকারী স্কুলের ফি মেটাতে পারেনি, সেই সব ছাত্রছাত্রীকে অনলাইনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। মঙ্গলবার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার প্রতিটি বেসরকারী স্কুলকে এমনই নির্দেশ দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দুই জেলার জেলা শাসকের মাধ্যমে প্রতিটি বেসরকারী স্কুলগুলিতে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিন পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, করোনার আবহে অনেক অবিভাবকের পক্ষেই তাদের ছেলেমেয়েদের স্কুলের ফি মেটাতে সমর্থ হয়নি। ফলে সে সব ছাত্রছাত্রীরা আদৌ পরীক্ষায় বসতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।