09
Jul
আজ, বৃহস্পতিবার বিকেল থেকে সংশ্লিষ্ট এলাকায় সাতদিনের জন্য লকডাউন শুরু হবে। ফলে দূরের জেলার মানুষের বাড়ি ফেরার তাগিদ ছিল এদিন। ধর্মতলার বাসস্ট্যান্ডে সেকারণেই ছিল উপচে পড়া ভিড়। গাদাগাদি করেই বাসে উঠেছেন তাঁরা। বাজার-হাটেও ভিড় ছিল অন্যদিনের থেকে বেশি। ছিল খাবার মজুতের হুড়োহুড়ি। কিছু কিছু এলাকায় নতুন করে লকডাউনের দামামা বাজলেও বুধবার সেইসব অঞ্চলে আর পাঁচটা দিনের সঙ্গে ফারাক চোখে পড়ল না। কলকাতাই হোক বা বারাকপুর, সর্বত্রই উদাসীনতার চিহ্ন স্পষ্ট। দল বেঁধে আড্ডা, মাস্ক ছাড়া ঘুরে বেড়ানো, সামাজিক দূরত্ববিধি মানার ইচ্ছেটাই যেন চলে গিয়েছে মানুষের মন থেকে।