18
Jul
করোণা পজেটিভ শান্তিপুর হাসপাতালের আর এক চিকিৎসকের। কৃষ্ণনগর থেকে আসা ৫০ বছর বয়স্ক এই ডাক্তারবাবু জীবনের বাজি রেখে শুধুমাত্র পেশার কারণে করোনা নামক মরণব্যাধির ভয়ঙ্কর লালা রসের নমুনা সংগ্রহ করতেন। যথেষ্ট সতর্কতার সাথে এ কাজ করলেও গত ১৬ তারিখ শান্তিপুর হাসপাতাল নির্ধারিত সকলের লালারস সংগ্রহের পর নিজের সন্দেহের অবসান ঘটাতে অন্য এক সহকর্মী ডাক্তারবাবুকে দিয়ে নিজের লালা রস সংগ্রহ করান। রিপোর্ট পজেটিভ এলো। খবরটা শোনার পর ক্ষনিকের জন্য বৈদ্যুতিক তরঙ্গ বয়ে গিয়েছিলো ওই ডাক্তার বাবুর শিরায়-উপশিরায়। পরক্ষনেই নিজের মনকে সান্ত্বনা দিয়ে তিনি ভাবেন সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা কথা। কিন্তু প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনেও, যেখানে সাধারণ মানুষের জন্যেও পজিটিভ পেশেন্টের…