24
Jul
বর্তমানে শুধু একটি ফোনেই একটি অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। এছাড়া আছে হোয়াটসঅ্যাপ ওয়েব। কিন্তু সবাই চায় যে ভিন্ন ফোন থেকে একই অ্যাকাউন্ট ব্যবহার করতে। একই সঙ্গে বিভিন্ন ফাইল যাতে খুঁজে পাওয়া যায়, তার জন্য নিজেদের সার্চ ফিচারটি উন্নত করছে হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েডে নতুন একটা বিটা আপডেট থেকে এই তথ্য জানা গিয়েছে। এই ফিচারটি খুব শীঘ্রই শুরু করতে চলেছে। বিটা ভার্সানে সেই ব্যবস্থা আছে ‘Linked Devices’ অপশনের মাধ্যমে। চারটি ডিভাইসে কীভাবে একটি অ্যাকাউন্ট ব্যবহার করা যায়, সেটা পরীক্ষা করে দেখছে সংস্থা, জানিয়েছে WABetaInfo . সেটিংসে গিয়ে এই সুবিধা ব্যবহার করা যাচ্ছে যারা বিটা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, তাদের জন্য। ইন্টারফেসটা অনেকটা হোয়াটসঅ্যাপ ওয়েবের মতোই। অ্যাডভ্যান্সড…