Year: 2020

বিলকিস বানো দাদিকে সোশ্যাল মিডিয়া পোস্টে সম্মান জানালেন  হলিউড অভিনেত্রী গাল গাদোত

বিলকিস বানো দাদিকে সোশ্যাল মিডিয়া পোস্টে সম্মান জানালেন হলিউড অভিনেত্রী গাল গাদোত

শাহিনবাগে সিএএ বিরোধী প্রতিবাদের অন্যতম মুখ বিলকিস বানো দাদিকে সোশ্যাল মিডিয়া পোস্টে সম্মান জানালেন হলিউড অভিনেত্রী গাল গাদোত । পর্দার ওয়ান্ডার ওম্যান বললেন, এই বছর তাঁকে ব্যক্তিগত জীবনে ওয়ান্ডার ওম্যান হিসেবে বিলকিস বানো অনুপ্রাণিত করেছেন। সারা বিশ্বে অল্প বয়সি বালিকা থেকে শুরু করে বৃদ্ধা, যারা বিশেষ ছাপ রেখেছেন বিভিন্ন ক্ষেত্রে, তাঁদেরকে ইনস্টাগ্রাম স্টোরি পোস্টের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন গাল। তিনি লিখছেন, ২০২০-কে বিদায় জানাচ্ছি। আমার ব্যক্তিগত ওয়ান্ডার ওমেন। এদের মধ্যে কেউ আমার পরিবার, কেউ বন্ধু, আর কেউ কেউ আমায় অনুপ্রাণিত করেছেন, কেউ আবার ব্যতিক্রমী। এঁদের সঙ্গে আমি ভবিষ্যতে দেখা করার ইচ্ছে রাখি।
Read More
খুব শীঘ্রই বলিউডে  ফিরতে চলেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী

খুব শীঘ্রই বলিউডে ফিরতে চলেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী

আবার বলিউডে খুব শীঘ্রই ফিরতে চলেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে একের পর এক আক্রমণের মুখে পড়েছিলেন অভিনেত্রী। কখনও প্রতারণা করা, কখনও টাকার নয়ছয়, কখনও আত্মহত্যার প্ররোচনা, আবার কখনও খুনের অভিযোগও ওঠে তাঁর দিকে। মাদকযোগ থাকার জন্য গ্রেফতার করা হয় তাঁকে। তাই সব মিলিয়ে ২০২০ রিয়ার জন্য ছিল বিভীষিকাময়। তবে খুব শীঘ্রই আবার অভিনয় জগতে ফিরতে চলেছেন রিয়া। এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে তাঁর জন্য দরজা খোলা, তাও স্পষ্ট করে বলেছেন তিনি। রুমি বলছেন, রিয়া আগামী বছরই অভিনয়ে ফিরছেন। আমি সম্প্রতি ওর সঙ্গে দেখা করেছি। ও খুবই চুপচাপ হয়ে গিয়েছে। কথা বলল না বেশি। ওর উপর দিয়ে…
Read More
করোনাকালে শিলিগুড়িতে ডেঙ্গুর প্রকোপ রহস্যজনকভাবে কম!

করোনাকালে শিলিগুড়িতে ডেঙ্গুর প্রকোপ রহস্যজনকভাবে কম!

করোনার জেরে সুফল পেল শিলিগুড়ি? করোনা সংক্রমণে শিলিগুড়ি শহর এবং শহরতলী এলাকায় বহু মানুষের মৃত্যু হলেও উল্লেখ্যযোগ্যহারে এবার কমে গিয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আর এতেই অবাক শহর শিলিগুড়ি। প্রতিবছর রাজ্যসহ শিলিগুড়িতে যেহারে ডেঙ্গু আক্রান্তের খোঁজ মেলে বা ডেঙ্গু রোগের থাবা বসায় করোনার সময়ে এবার তার গ্রাফ নিম্নমুখী ।বলা যায় প্রায় নেইই। আর এই ডেঙ্গুমুক্ত পরিস্থিতি নিয়ে বর্তমানে জোর চর্চা চলছে শিলিগুড়ি বাসীর মুখে। সূত্রের খবর, ২০১৮-১০১৯ সালে গোটা রাজ্যে থাবা বসিয়েছিল মশাবাহীত ডেঙ্গু রোগ।আক্রান্ত ও মৃত্যুর হারও ছিল বেশ অনেকটাই।স্বাস্থ্য আধিকারিকদের মতে,মার্চের পরপরই এই রোগের পাদুর্ভাব ঘটে।বিগত বছরেও রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও এই রোগে আক্রান্ত হয়েছে অনেকে।আর ডেঙ্গুর মোকাবিলায় সজাগ ছিল…
Read More
উত্তরের জেলাগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব

উত্তরের জেলাগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব

বিধানসভা নির্বাচনের আগে উত্তরের জেলাগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে এবং নির্বাচন সংক্রান্ত বৈঠক করতে জলপাইগুড়ি এলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। জানা গেছে বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে এদিন বৈঠকে বসেন মুখ্য নির্বাচন আধিকারিক। আসন্ন বিধান‌সভা নির্বাচনে‌র আগে জলপাইগুড়িতে এলেন রাজ‍্যের মুখ‍্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। জলপাইগুড়ি সহ উত্তর‌বঙ্গে‌র পাঁচ জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলার বিভিন্ন প্রশাসনিক আধিকারিক ও নির্বাচনী আধিকারিকরা। বিধানসভা নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় এই বৈঠকে।
Read More
শাক তুলতে গিয়ে বোমার বিস্ফোরণে জখম এক মহিলা

শাক তুলতে গিয়ে বোমার বিস্ফোরণে জখম এক মহিলা

শাক তুলতে গিয়ে বোমার বিস্ফোরণে জখম এক মহিলা । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচলের জালালপুর এলাকার ভাটোপাড়ায়। জানা গেছে জখম মহিলাকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে রান্না করার জন্য বাড়ির পাশের সরষের জমিতে শাক তুলতে যান বেরাদুন খাতুন নামে এক মহিলা। শাক তুলতে গিয়ে দুর্ঘটনাবশত বোমা বিস্ফোরণ হয়ে আহত হন তিনি। এদিকে, ঘটনার খবর পৌঁছয় চাঁচল থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু অধিকারী সহ অন্যান্য পুলিশকর্মীরা। সবজির মাঠে কিভাবে বোমা আসল বা কারা মজুত করে রেখেছে সে বিষয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।ঘটনাস্থলে আরও বোমা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।তবে…
Read More
অবিলম্বে মহকুমা নির্বাচনের দাবি জানিয়ে মহকুমা শাসককে স্মারকলিপি দিল বাম-কংগ্রেস

অবিলম্বে মহকুমা নির্বাচনের দাবি জানিয়ে মহকুমা শাসককে স্মারকলিপি দিল বাম-কংগ্রেস

অবিলম্বে মহকুমা নির্বাচনের দাবি জানিয়ে মহকুমা শাসককে স্মারকলিপি দিল বাম-কংগ্রেস। বাম-কংগ্রেসের অভিযোগ, শিলিগুড়ি পুরসভা ও মহকুমা পরিষদের মেয়াদ শেষ হয়ে গেলেও শাসক দল তৃণমূল কংগ্রেস নিবার্চন না করে কাস্টডিয়ন বসিয়ে রেখেছে। এতে গ্রামের উন্নয়ন বাধা পাচ্ছে। মানুষ পঞ্চায়েতে গিয়ে জনপ্রতিনিধি পাচ্ছেনা এই অভিযোগ করে অবিলম্বে নির্বাচনের দাবি জানায় তারা।অবিলম্বে শিলিগুড়ি সহ রাজ্যের সমস্থ মেয়াদ উর্ত্তিন পুরসভা ও মহকুমা পরিষদ গুলির এই দাবি জানিয়ে বৃহস্পতিবার কংগ্রেস - বামফ্রন্ট যৌথ ভাবে স্মারকলিপি দিল নির্বাচন আধিকারিক তথা মহকুমা শাসক প্রীয়দর্শিনি এসকে। বিধানসভা সহ পুরসভা,মহকুমা পরিষদের নির্বাচনে এক সাথে লড়াই করার সিদ্ধান্ত গ্রহন করেছে এই দুই দল।সেই কারনে ইতিমধ্য কোমর বেধে বিভিন্ন কর্মসুচিতে অংশগ্রহন…
Read More
আর্মি ক্যাম্পে ঢুকে ,দাপিয়ে বেড়াল  বুনো হাতি

আর্মি ক্যাম্পে ঢুকে ,দাপিয়ে বেড়াল বুনো হাতি

সাতসকালে সেনাবাহিনীর ক্যাম্পে ঢুকে গেল বুনো হাতি।দাপিয়ে বেড়াল বেশ কয়েকঘন্টা। জানা গিয়েছে এদিন ভোরবেলা বাগডোগরা আর্মি ক্যাম্পের গেট দিয়ে ঢুকে যায় একটি বুনো হাতি।ক্যাম্পের ভিতর হাতি ঢুকতে পেয়ে সেনাবাহিনীর কর্মীরা সতর্ক হয়ে যান এবং বনদপ্তরে ফোন করেন। সেনাবাহিনীর কর্মীরা জানিয়েছে দীর্ঘ দুইতিন ঘন্টা দাপিয়ে বেড়ালেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বনকর্মীরা এসে হাতিটিকে বের করে দিয়ে জঙ্গলে পাঠিয়ে দেয় বলে জানা গেছে।
Read More
শিশুদের পুলিশ ভীতি কাটাতে তাই অভিনব উদ্যোগ নিল পুলিশ প্রশাসন

শিশুদের পুলিশ ভীতি কাটাতে তাই অভিনব উদ্যোগ নিল পুলিশ প্রশাসন

পুলিশের নাম শুনেই প্রতিটা শিশু ভয়ে পালিয়ে যায়। বা কোনো গুরুত্বপূর্ণ তদন্তে শিশুরা পুলিশের সামনে কোনো কথা বলেন না বা ভয়ে মুখ খোলেন না। শিশুদের এই পুলিশ ভীতি কাটাতে তাই অভিনব উদ্যোগ নিল পুলিশ প্রশাসন।এদিন জেলার এসপির দপ্তরের পাশে সাইবারক্রাইম থানার একটি ঘরকে শিশুমনের সাথে সাজুয্য রেখে রঙিন মোড়কে সাজানো হয় ।যাতে একটি দিনের জন্যে হলেও কোনোভাবেই শিশুমনে প্রশ্ন অথবা শঙ্কা না আসে যে, সে পুলিশের হেফাজতে রয়েছে।রংদার বিছানার সাথে দেওয়ালে আঁকা হয়েছে হরেকরকমের কার্টুন। এছাড়াও বেলুন ও রঙিন চেয়ার, সাথে রাখা হয়েছে রকমারি খেলনা।জেলার পুলিশ কর্তাদের উপলব্ধি এই যে অনেক সময় উদ্ধার হওয়া শিশুদের আদালতের মাধ্যমে হোমে পাঠাতে গিয়ে…
Read More
ভাওয়াইয়া সংগীত এর বাদ্যযন্ত্র বিতরণ কোচবিহারে

ভাওয়াইয়া সংগীত এর বাদ্যযন্ত্র বিতরণ কোচবিহারে

উত্তরের মাটির গান ভাওয়াইয়া গানের সুরে আত্মহারা হয়নি কোনো গান প্রেমিক এমনটি খুঁজে পাওয়া যায়না। কালজানি নদীর তীরে এক সময় ভোর হতো নায়েব আলী টেপু এর দোতোরার আওয়াজে, প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী আব্বাস উদ্দিন এর জন্মস্থান আমাদের কুচবিহারে। একদিকে যেইখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাওয়াইয়া সঙ্গীত কে বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছেন, অন্যদিকে কোথাও কি হারিয়ে যাচ্ছে ভাওয়াইয়া সঙ্গীত এর বাদকরা ?? দোতারা, ঢোল, নাল, খমক, খোল, বাঁশি ইত্যাদি বাদ্যযন্ত্রের বাদকরা আজ কোথায়। নতুন করে এই বাদ্যযন্ত্র গুলি শিখছে না কোচবিহারের বাসিন্দারা।একদা আব্বাস উদ্দিন, ভূপেন হাজারিকা, দীপ্তি রায়ের হাত ধরে ভাওয়াইয়ার সুরে মোহিত হত গান রসিকরা। সেই ধারা আজ রয়েছে দুর্গারায়ের মধ্য দিয়ে।…
Read More
যে কোন মানুষই প্রার্থী হতে পারবেন বঙ্গ বিজেপিতে

যে কোন মানুষই প্রার্থী হতে পারবেন বঙ্গ বিজেপিতে

নির্বাচনে বিজেপির প্রার্থীর জন্য নতুন নিয়ম করেছে বঙ্গ বিজেপি। এবার গেরুয়া শিবিরের বিধানসভা নির্বাচনের যে কেউ লড়তে পারবেন প্রার্থী হয়ে। আসন্ন বিধানসভা নির্বাচনে যে কোন মানুষকে প্রার্থী হওয়ার সুযোগ করে দিচ্ছে বঙ্গ বিজেপি। দিল্লি থেকে চূড়ান্ত তালিকা অনুযায়ী সেখান থেকে প্রার্থী করা হবে বিজেপির হয়ে একুশের বিধানসভা ভোটের। গত বছর লোকসভা নির্বাচনের সময় এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল বঙ্গ বিজেপির তরফে।
Read More