বিএসএফ এবং পুলিশের যৌথ অভিযানে ১১ জন বাংলাদেশী আটক  

ত্রিপুরার মনু থানার অধীন শ্রীনগরের কৃষ্ণনগর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ এবং পুলিশের যৌথ নেতৃত্বে ১১ জন বাংলাদেশীকে আটক করা হয় গতকাল। জানা গেছে, দুই বছর আগে এরা ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল।

বর্তমানে তারা গুজরাটের বিভিন্ন কোম্পানিতে কাজ করছিল। আজ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ যাওয়ার জন্য তাদের পরিকল্পনা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এবং বিএসএফ তাদের আটক করে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

আটককৃত বাংলাদেশের হলেন মোহাম্মদ ইচা শেক (২১), লিমা বেগম (১৮), মনির শিকদার (৪১), মুনিয়া শিকদার (১২), নাসরিন বেগম (৪০), আশেদ শেখ (৩৪), রহিম মির্দা (১২), সীমা বেগম (২৫), আরাফাত শেখ (২.৫), রাহুল মির্দা (৪), ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের আদালতে তোলা হবে।