সরকারি সহযোগিতায় ২৫ টাকা দরে আলু বিক্রির স্টল চালু হল নকশালবাড়িতে। জানা গেছে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অফিসে সরকারি সহযোগিতায় পঁচিশ টাকা কেজি দরে আলু বিক্রি করা হয়। বর্তমানে খোলা বাজারে আলুর দাম ৪০ টাকা ছাড়িয়ে গেছে ফলে সবজির সঙ্গে সঙ্গে কেনার সাধ্যের বাইরে। রাজ্য সরকার লকডাউন আনলকে কিছু জেলায় সরকারি মূল্যে আলু বিক্রি করার সিদ্ধান্ত নিলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। এদিন সরকারি মূল্যে ২৫ টাকা করে আলু বিক্রি হতেই এলাকার মানুষ কেনার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েন। এবিষয়ে অঞ্চলপ্রশাসন জানিয়েছেন মানুষের সুবিধায় এই স্টল আরো কিছুদিন এই জায়গায় বসবে।