২৫ জুলাই থেকে ৩১ জুলাই সম্পূর্ণ লকডাউন বারাসতে

বেড়ে চলেছে করোনা সংক্রমণের ভাঙতে ফের সম্পূর্ণ যারফলে সাতদিনের লকডাউন ঘোষনা করা হল উত্তর ২৪ পরগনার বারাসতে। ক্রমশ বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে বারাসতের বিভিন্ন এলাকাতে নিত্য দিনই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ঘটনায় উদ্বিগ্ন সরকার সহ জেলা প্রশাসন। এরফলে বুধবার ফের বারাসত পুরসভার পক্ষ থেকে নতুন করে সমস্ত বারাসত শহর জুড়ে সাতদিনের জন্যে সম্পূর্ণ ভাবে লকডাউনের কথা ঘোষনা করা হয়েছে।

লকডাউন চালু হবে আগামী ২৫ জুলাই শনিবার থেকে ৩১ জুলাই শুক্রবার পর্যন্ত। সাতদিন সম্পূর্ণ কঠোর লকডাউন পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বারাসত পুরসভা তরফে। আগামী সাতদিন বারাসত পুরসভার মোট ৩৫টি ওয়ার্ডে সম্পূর্ণ ভাবে লকডাউন রাখার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে। নিত্য প্রয়োজনীয় পরিষেবা ব্যতিরেকে বাজারহাট সমস্ত কিছুই বন্ধ থাকবে। জরুরি পরিষেবার গাড়ি এবং,জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়া কেউ রাস্তায় বেরতে পারবেন না। পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে অযথা বাইরে বেরোলে তাকে আইন ভাঙার অপরাধে নির্দিষ্ট আইন অনুসারে গ্রেফতার করা হতে পারে। আইন ভাঙার অভিযোগে সংশ্লিষ্ট ব্যাক্তির হতে পারে জেল ও জরিমানা দুটোই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *