ভারতে প্রতিদিনই ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘণ্টার রেকর্ড। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯,৩১০ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ৭৪০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩৪,৬০২ জন। ২৪ জুলাই শুক্রবার সকাল পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১২,৮৭,৯৪৫। এ যাবৎ কোভিড-১৯ সংক্রমণে ভারতে মৃত্যু হয়েছে ৩০,৬০১ জনের। ভারতে সুস্থতার হার ৬৩,৪৫ শতাংশ। আর মৃত্যুহার ২.৩৮ শতাংশ। ভারতে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ৪,৪০,১৩৫।
ভারতের কোভিড পরিসংখ্যানে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এখানে আক্রান্তের সংখ্যা ৩,৪৭,৫০২। সংক্রমণে মৃত্যু হয়েছে ১২,৮৫৪ জনের। সুস্থ হয়েছেন ১,৯৪,২৫৩ জন। মহারাষ্ট্রে অ্যাকটিভ কেস বর্তমানে ১,৪০,৩৯৫।