২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত আরও ২৯ হাজার

১৫ জুলাই বুধবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৯,৩৬,১৮১। এ যাবৎ করোনার সংক্রমণে দেশে মৃত্যু হয়েছে ২৪,৩০৯ জনের। সুস্থ হয়েছেন ৫,৯২,০৩২ জন। দেশে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ৩,১৯,৮৪০। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯,৪২৯ জন। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৮২ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২০,৫৭২ জন।

ভারতে নভেল করোনাভাইরাসের সংক্রমণের প্রাথমিক পর্যায় থেকেই মহারাষ্ট্রে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। মহারাষ্ট্রে এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ২,৬৭,৬৬৫। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ১০,৬৯৫ জনের। মহারাষ্ট্রে এ যাবৎ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১,৪৯,০০৭ জন। মহারাষ্ট্রে অ্যাকটিভ কেসের সংখ্যা ১,০৭,৯৬৩। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মুম্বইতে। ভারতের কোভিড পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১,৪৭,৩২৪। তামিলনাড়ুতে অ্যাকটিভ কেসের সংখ্যা ৪৭,৯১৫। দিল্লিতে বর্তমানে অ্যাকটিভ কেস ১৮,৬৬৪। গুজরাতে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ১১,০৬৫। ভারতের কোভিড পরিসংখ্যানে পঞ্চম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। উত্তর ভারতের এই রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯,৭২৪ জন। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৯৮৩ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ২৪,৯৮৩ জন। উত্তরপ্রদেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ১৩,৮৫৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *