ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৫,৭২০ জন নতুন করোনা রোগীর সন্ধান মিলেছে। গত একদিনে ১,১২৯ জনের প্রাণ কেড়েছে এই মারণ ভাইরাস। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ১২ লক্ষ ছাড়িয়ে গেছে। এখনও পর্যন্ত দেশে মোট ১২,৩৮,৬৩৫ জন কোভিডের কবলে পড়েছে। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৯,৮৬১। তবে চিকিৎসার সহায়তায় বহু মানুষ সুস্থও হয়ে উঠছেন। সরকারি পরিসংখ্যান বলছে, দেশে এখনও পর্যন্ত মোট ৭,৮২,৬০৭ জন মানুষ করোনার সঙ্গে যুদ্ধে জয়লাভ করেছেন।
২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৪৫,৭২০ জন
