২৪ কেজি গাঁজা সহ দুজনকে আটক করল শিলিগুড়ির মাটিগাড়া থানার পুলিশ। গোপনসূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে বালাসন ব্রিজের কাছ থেকে বমাল গ্রেপ্তার করা হয় তাদের। পুলিশ জানিয়েছে এদিন বালাসনের যীশু আশ্রমের কাছ থেকে দুইজনের কাছ থেকে প্রায় কুড়ি কেজি গাঁজা আটক করা হয়েছে। যার বাজারদর আনুমানিক দুলক্ষ টাকা।মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতদের নাম উজ্জ্বল অধিকারী এবং পিন্টু সরকার।ধৃতদের বাড়ি উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামে।
২৪ কেজি গাঁজা সহ দুজনকে আটক করল মাটিগাড়া থানার পুলিশ
