২৩-তলার বেশি উচ্চতার বিল্ডিং নির্মাণে অনুমোদন দিল সরকার

আহমেদাবাদ: মুখ্যমন্ত্রী বিজয় রুপানীর সিদ্ধান্তে অবাক অনেকে। পাঁচটি শহরে ৭০-তলা বিল্ডিং নির্মাণে শিলমোহর দিয়েছে গুজরাতের মুখ্যমন্ত্রী, এমনটাই খবর মিলেছে। রাজ্যে বর্তমান নিয়ম অনুযায়ী, উচ্চতায় ২৩টি ফ্লোর অবধি অনুমতি দেওয়া হয়। এবার সেই সিদ্ধান্ত বদলে ফেলার কথা ভাবছে রাজ্য সরকার। হাই-রাইজ নির্মাণের নতুন নিয়ম সরকারের অনুমোদন পেয়েছে।

একটি বিশেষ টেকনিক্যাল কমিটি তৈরি করা হবে যারা এইরকম প্রজেক্টে অনুমোদন দেবে। কমন জিডিসিআর ৭০-তলা কিংবা তারবেশি উচ্চতা নির্মাণে অনুমতি দিতে চলেছে। আহমেদাবাদ, ভাদোদরা, সুরাত, রাজকোট, গান্ধীনগর এই পাঁচ শহরে এই নিয়ম লাগু হতে চলেছে। এই নিয়ম ১০০ মিটারের বেশি উচ্চতার নির্মাণের ক্ষেত্রেই লাগু হবে।

এক্ষেত্রে স্কাইস্ক্র্যাপার যার উচ্চতা ১০০ থেকে ১৫০ মিটারের মধ্যে হয় তাঁর জন্য প্লট সাইজ অন্ততপক্ষে ২৫০০ স্কোয়্যার কিলোমিটার এবং ১৫০ মিটারের বেশি হলে ৩৫০০ স্কোয়্যার কিলোমিটার হতে হবে। বিপর্যয় মোকাবিলার প্রস্তুতির পাশাপাশি, মডেল স্ট্রাকচারের একটি উইন্ড টানেল টেস্ট নতুন নিয়মের আওতায় বাধ্যতামূলক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *